এক্সপ্লোর

IPL 2023: ঘরের মাঠে সানরাইজার্সের মুখোমুখি কেকেআর, রাবাডার রেকর্ড, এক নজরে আইপিএলের সেরা ৫ খবর

Indian Premier League: আজ ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। এক নজরে আইপিএলের সেরা পাঁচ খবর।

কলকাতা: রমরমিয়ে চলছে আইপিএলের (IPL 2023) আসর। ইতিমধ্যেই ১৮টি ম্যাচ খেলা হয়েছে। ইডেন গার্ডেন্সে আজ টুর্নামেন্টের ১৯তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH) মহারণ। বাঙালি নববর্ষের পূর্বে ফের একবার ইডেনে দর্শকরা ভিড় জমাবেন বলে আশা করাই যায়। আবার গতকালই পাঞ্জাব কিংসের কাগিসো রাবাডা এক সর্বকালীন আইপিএল রেকর্ডও গড়ে ফেললেন। এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলের সেরা পাঁচ খবর।

ইডেনে খেলতে নামছে কেকেআর

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পরাজয়ের মুখ থেকে কেকেআরের হয়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন রিঙ্কু সিংহ। পাঁচ ছক্কায় হয়েছিলেন কেকেআরের নায়ক। নাগাড়ে দুই ম্য়াচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর নাইটদের সামনে আজ উমরন মালিকদের চ্যালেঞ্জ। সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে কেকেআর। নিজেদের প্রথম দুই ম্যাচে পরাজিত হলেও, সানরাইজার্স গত ম্যাচে পাঞ্জাব কিংসকে দাপটের সঙ্গে হারিয়ে জয়ের সরণীতে ফিরেছে। দুই দলের সামনেই আজ নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখা চ্যালেঞ্জ। নাইটরা তৃতীয় ম্যাচ জিততে পারবে না, উমরন মালিক বল হাতে ইডেনে ঝড় তুলবেন, এখন সেটাই দেখার বিষয়।

রাবাডার আইপিএল রেকর্ড

বর্তমান বিশ্বের সর্বসেরা ফাস্ট বোলারদের মধ্যে কাগিসো রাবাডার (Kagiso Rabada)  নাম একেবারে উপরের সারিতে আসবে। প্রোটিয়া ফাস্ট বোলার নিজের গতির আগুনে যে কোনও ব্যাটারের রাতের ঘুম কেড়ে নিতে পারেন। আইপিএলেও একাধিকবার তিনি বল হাতে নিজের দলকে জিতিয়েছেন। বৃহস্পতিবার গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে অবশ্য পাঞ্জাব কিংসকে (Punjab Kings) জেতাতে পারেননি রাবাডা। তবে এই ম্যাচেই তিনি এক রেকর্ড গড়ে ফেললেন।

ম্যাচের পঞ্চম ওভারে ঋদ্ধিমান সাহাকে ৩০ রানে সাজঘরে ফেরান রাবাডা। এই উইকেটের সুবাদেই তিনি ম্যাচের নিরিখে দ্রুততম বোলার হিসাবে আইপিএলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। এটি আইপিএলে রাবাডার ৬৪তম ম্যাচ ছিল। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের লাসিথ মালিঙ্গার রেকর্ড ভেঙে ফেললেন। মালিঙ্গা ৭০টি ম্য়াচে ১০০টি আইপিএল উইকেট নিয়েছিলেন। রাবাডা তাঁর থেকে ছয়টি ম্যাচ কম খেলেই এই মাইলফলকে পৌঁছে গেলেন।

সবুজ জার্সিতে বিরাটরা

২০১১ সাল থেকে প্রতি বছরই ভারতের 'গার্ডেন সিটি'-র ফ্র্যাঞ্চাইজি আইপিএল মরসুমের একটি ম্যাচ তাঁদের জার্সির রঙ বদলে সবুজ জার্সি পড়ে খেলে। এবারও তাঁর অন্যথা হচ্ছে না। আরসিবির তরফে সদ্যই জানানো হয়েছে ২৩ এপ্রিল ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরাট কোহলিরা লালের বদলে সবুজ রঙের জার্সি পড়েই মাঠে নামবেন। আরসিবির 'গ্রি গ্রিন' উদ্যোগের অন্তর্গতই রাজস্থানের বিরুদ্ধে কোহলিদের সবুজ জার্সি পরে খেলতে দেখা যাবে।

মানুষজন পরিবেশ সংক্রান্ত না না বিষয়ে সচেতন করতেই প্রতিবছর আরসিবি একটি ম্যাচ সবুজ জার্সি পরে খেলে। করোনাকালে কেবল এক মরসুমেই এর অন্যথা ঘটেছিল। সেইবার স্বাস্থ্যকর্মীদের অবদানকে স্বীকৃতি জানাতে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি নীল জার্সি পরে একটি ম্যাচ খেলেছিল। কিন্তু তাছাড়া প্রতি মরসুমেই তাঁরা একটি ম্যাচ সবুজ জার্সি পরে খেলে এবং এবারেও তেমনটাই হতে চলেছে। আরসিবির এই সবুজ জার্সি সম্পূর্ণভাবে পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়েই তৈরি হয়েছে বলে ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়।

আইপিএলে বাংলার আরেক ক্রিকেটার?

ফের এক বাংলার ক্রিকেটারের সামনে আইপিএলের দরজা খুলতে পারে। দিল্লি ক্যাপিটালসে ট্রায়াল দেওয়ার জন্য রাজধানীর উদ্দেশে উড়ে গেলেন বাংলার পেসার ঈশান পোড়েল (Ishan Porel)। যিনি এই মরসুমে আইপিএলে কোনও দল পাননি। 

দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ঈশানকে ভাল করেই চেনেন। আইপিএলের আগে কলকাতায় তিনটি প্রস্তুতি শিবির হয়েছিল। সেখানেই ট্রায়াল নেওয়ার সময় অভিষেক পোড়েলকে দেখেছিলেন সৌরভ। ঋষভ পন্থের অনুপস্থিতিতে একজন উইকেটকিপার খুঁজছিল দিল্লি। সেই জায়গার জন্য বাংলার উইকেটকিপারকে নেওয়ার চেষ্টা করেছিলেন সৌরভ। পরে দিল্লি যান অভিষেক। সেখানেও ট্রায়াল দেন। ঋষভ পন্থের পরিবর্তে দলে নেওয়া হয় বাংলার তরুণ উইকেটরক্ষককে।

আইপিএলে টানা চার ম্যাচ হেরেছে দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তারা। তবে উইকেটের সামনে এবং পিছনে নিজেকে প্রমাণ করে চলেছেন অভিষেক। তার ফাঁকেই দিল্লি গেলেন ঈশান। শোনা গেল, দিল্লি ক্যাপিটালসে ট্রায়াল দেবেন তিনি। ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়, কোচ রিকি পন্টিং-সহ দলের সাপোর্ট স্টাফদের পছন্দ হলে আইপিএলে আরও এক বাঙালি ক্রিকেটার খেলতে পারেন বলেই মনে করা হচ্ছে।

ইডেনে বেল বাজাবেন লারা?

কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে একটা চমক দেওয়ার চেষ্টা করছে সিএবি। সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ব্রায়ান লারা। তাঁকে নিয়ে ইডেন বেল বাজানোর চেষ্টা চলছে। ইডেনে যে কোনও ম্যাচের আগে বেল বাজিয়ে খেলার সূচনা করা হয়। প্রাক্তন বা বর্তমান কোনও ক্রিকেটার বেল বাজান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে ইডেন বেল বাজিয়েছিলেন সুনীল নারাইন। তবে আইপিএলে কে ইডেন বেল বাজাবেন, ঠিক করে কেকেআর। তারাই যেহেতু হোম টিম। শোনা গেল, সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় উদ্যোগী হয়েছেন। তিনি কেকেআর কর্তৃপক্ষকে লারাকে দিয়ে ইডেন বেল বাজানোর প্রস্তাব দিয়েছেন। সব কিছু ঠিকঠাক চললে যে ছবি দেখা যেতে পারে শুক্রবার সন্ধ্যা ৭.২৫ নাগাদ।

আরও খবর: রাসেলের ছক্কার ঝড়, একের পর এক বল উড়ে গিয়ে পড়ল গ্যালারিতে

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Santiniketan Poushmela: পৌষমেলার অনুষ্ঠান করবেন প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা, থাকছেন নাইজেল আকারাও
পৌষমেলার অনুষ্ঠান করবেন প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা, থাকছেন নাইজেল আকারাও
Kolkata Metro: শোভাবাজার মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা
শোভাবাজার মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা
West Bengal Live: ভুয়ো নথি তৈরি করে ছড়াচ্ছিল জঙ্গি জাল, তৈরি করছিল স্লিপার সেল?
ভুয়ো নথি তৈরি করে ছড়াচ্ছিল জঙ্গি জাল, তৈরি করছিল স্লিপার সেল?
Rozgar Mela: প্রধানমন্ত্রী মোদি দিলেন সুখবর ! ৭১ হাজার যুবক পাবেন জয়েনিং লেটার, কোন পদে চাকরি ?
প্রধানমন্ত্রী মোদি দিলেন সুখবর ! ৭১ হাজার যুবক পাবেন জয়েনিং লেটার, কোন পদে চাকরি ?
Advertisement
ABP Premium

ভিডিও

Kunal Ghosh: ক্যানিং থেকে গ্রেফতার জঙ্গি, কেন্দ্রের দিকে আঙুল তুললেন কুণাল। ABP Ananda LiveSwargaram: ভারতের ভোটার লিস্টে বাংলাদেশি জঙ্গি! ঘাঁটি মুর্শিদাবাদেSwargaram: ক্যানিং থেকে গ্রেফতার জঙ্গি, প্রশ্নের মুখে বাংলার নিরাপত্তাCanning News: ক্যানিং থেকে গ্রেফতার জঙ্গি, কী বলছেন আত্মীয়রা? ABP Annada Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Santiniketan Poushmela: পৌষমেলার অনুষ্ঠান করবেন প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা, থাকছেন নাইজেল আকারাও
পৌষমেলার অনুষ্ঠান করবেন প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা, থাকছেন নাইজেল আকারাও
Kolkata Metro: শোভাবাজার মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা
শোভাবাজার মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা
West Bengal Live: ভুয়ো নথি তৈরি করে ছড়াচ্ছিল জঙ্গি জাল, তৈরি করছিল স্লিপার সেল?
ভুয়ো নথি তৈরি করে ছড়াচ্ছিল জঙ্গি জাল, তৈরি করছিল স্লিপার সেল?
Rozgar Mela: প্রধানমন্ত্রী মোদি দিলেন সুখবর ! ৭১ হাজার যুবক পাবেন জয়েনিং লেটার, কোন পদে চাকরি ?
প্রধানমন্ত্রী মোদি দিলেন সুখবর ! ৭১ হাজার যুবক পাবেন জয়েনিং লেটার, কোন পদে চাকরি ?
PM Modi: প্রধানমন্ত্রী মোদিকে এই দেশ দিল সেরার সম্মান, এই নিয়ে ২০টি আন্তর্জাতিক খেতাব ঝুলিতে
প্রধানমন্ত্রী মোদিকে এই দেশ দিল সেরার সম্মান, এই নিয়ে ২০টি আন্তর্জাতিক খেতাব ঝুলিতে
Mutual Funds : ২০২৪ সালে এই ৬ মিউচুয়াল ফান্ড দিয়েছে দারুণ রিটার্ন, ২৫'-এ কী হবে ?
২০২৪ সালে এই ৬ মিউচুয়াল ফান্ড দিয়েছে দারুণ রিটার্ন, ২৫'-এ কী হবে ?
EPFO Alert:  পেনশন নিয়ে বড় খবর, EPFO বলল এটাই শেষ সুযোগ ! এরপর পাবেন না সুবিধা
 পেনশন নিয়ে বড় খবর, EPFO বলল এটাই শেষ সুযোগ ! এরপর পাবেন না সুবিধা
LIC Policy Surrender: মেয়াদপূরণের আগে LIC পলিসি সারেন্ডার করছেন, এই আর্থিক ক্ষতি হবে !
মেয়াদপূরণের আগে LIC পলিসি সারেন্ডার করছেন, এই আর্থিক ক্ষতি হবে !
Embed widget