IPL 2023: ১২ লাখি ধাক্কা, পাঞ্জাবকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েও শাস্তির মুখে কেকেআর অধিনায়ক রানা
KKR vs PBKS: রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে পাঁচ উইকেটে পাঞ্জাব কিংসকে হারায় কলকাতা নাইট রাইডার্স।
কলকাতা: আইপিএলে (IPL 2023) গতকাল, সোমবার, ৯ মে ইডেন গার্ডেন্সে রুদ্ধশ্বাস ম্য়াচে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) পাঁচ উইকেটে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে হাড্ডাহাড্ডি ম্যাচ জিতেই শাস্তির কবলে পড়তে হল কেকেআর অধিনায়ক নীতীশ রানাকে (Nitish Rana)। একেবারে ১২ লক্ষ টাকার ধাক্কা খেলেন নাইট অধিনায়ক।
রানার শাস্তি
পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআর নির্ধারিত সময়ে ২০ ওভার বল করে উঠতে পারেনি। সেই কারণেই কেকেআরের বোলিং ইনিংসের শেষ ওভারে বাউন্ডারিতে একটি ফিল্ডার কম নিয়েই বল করতে হয় নাইটদের। এখানেই শেষ নয়। নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারার জন্যই আইপিএলের তরফে নীতীশ রানাকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল। এই প্রথমবার কেকেআর আইপিএলের শৃঙ্খলা ভঙ্গ করায় রানাকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
ইডেনে বকেয়ার দাবি
এবার ক্রিকেটের নন্দনকাননেও বকেয়া DA-র দাবিতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদের সাক্ষী থাকল মহানগরী। গতকাল ইডেনে IPL টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স (KKR) -এর সঙ্গে খেলা ছিল পাঞ্জাব কিংসের। এদিন ম্যাচ চলাকালীন গ্যালারিতে দাঁড়িয়ে DA-র দাবিতে অভিনব প্রতিবাদ জানান সরকারি কর্মীরা।
প্ল্যাকার্ড হাতে DA-র দাবি জানানোর পাশাপাশি, KKR-এর জার্সি পরে কলকাতার দলকে সমর্থনও জানান আন্দোলনকারীরা।সম্প্রতি DA-আন্দোলনের শততম দিনে শনিবার কলকাতায় মহামিছিল করে সংগ্রামী যৌথমঞ্চ। শহরের প্রাণকেন্দ্র দিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রীর পাড়া দিয়ে মিছিল পের হয়। কিন্তু আইপিএলের ম্যাচ চলাকালীন হাতে প্ল্যাকার্ড নিয়ে ডিএ-র দাবি ! এ দৃশ্য আগে দেখা যায়নি। ডিএ-র দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের ডিএ-বঞ্চনার এ ধরনের প্রতিবাদ এই প্রথম। পাশাপাশি ম্যাচ চলাকালীন কেকেআরের সমর্থনেও গলা ফাটান তাঁরা।
গত শনিবার, মহামিছিলে অংশ নেন রাজ্য সরকারের হাজার হাজার কর্মচারী। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ দিয়ে যায় সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিবাদ মিছিল। সূত্রের খবর, সেই সময় বাড়িতেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের জন্য় অভিষেকের বাড়ি কড়া পুলিশি পাহারায় মুড়ে ফেলা হয়েছিল। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ি থেকে কিছুটা এগিয়ে মিছিল থেকে ওঠে চোর স্লোগান। টানা ১২ বছর পর হরিশ মুখার্জি রোডে মিছিলের অনুমতি ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীর পাড়া দিয়ে মিছিল পেরোয় সেদিন শান্তিপূর্ণ ভাবেই। এরপর আবার সোমবার ডিএ আন্দোলনকারীদের দেখা গেল খেলার মাঠে।
আরও পড়ুন: স্ক্রাব হোক বা মাস্ক, ত্বকের যত্নে ঠিক কীভাবে ব্যবহার করবেন কফি?