KKR vs SRH, 1 Innings Highlights: রিঙ্কুর লড়াকু ব্যাটিং, সানরাইজার্সকে ১৭২ রানের লক্ষ্যমাত্রা দিল কেকেআর
IPL 2023, KKR vs SRH: ভাল শুরু করেও ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন আন্দ্রে রাসেল। রিঙ্কু সিংহ ৪৬ ও নীতিশ রানা ৪২ রান করেন।
হায়দরাবাদ: এই ম্যাচ হারলেই হয়ত প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে কেকেআর (Kolkata Knight Riders)। হারলে ক্ষীণ সম্ভাবনা বেঁচে থাকবে, তবে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে। এই পরিস্থিতিতে এদিন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hayderabad) বিরুদ্ধে প্রথমে ব্য়াট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান বোর্ডে তুলে নিল কেকেআর। ব্যাট হাতে আরও একবার ভরসা জোগালেন রিঙ্কু সিংহ। কেকেআরের ব্যাটিং লাইন আপে তিনিই সবচেয়ে বেশি রান করেছেন। ৪৬ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। নীতিশ রানা ৪২ রান করেন। তবে ভাল শুরু করেও বড় রান করতে ব্যর্থ হলেন আন্দ্রে রাসেল।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক নীতিশ রানা। ডেভিড উইজের পরিবর্তে এদিন জেসন রয় ও রহমনউল্লাহ গুরবাজ ২ বিস্ফেরাক ব্য়াটারকেই দলে নিয়েছিল কেকেআর। কিন্তু দুজনের কেউই রান পেলেন না। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরলেন আফগান উইকেট কিপার ব্য়াটার। রয়ের ঝুলিতে মাত্র ২০ রান। বেঙ্কটেশ আইয়ার ৭ রান করেন। এরপর নীতিশ রানা ও রিঙ্কু মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। ২ জনেই চালিয়ে খেলতে থাকেন। স্ট্রাইক রেট রোটেট করতে থাকেন। ৩১ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন রানা। নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান কেকেআর অধিনায়ক। রানা ফিরে যাওয়ার পর রাসেল এসে যোগ দেন রিঙ্কুর সঙ্গে। ২টো ছক্কা ও ১টি বাউনডারির সাহায্যে ১৫ বলে ২৪ রানের ইনিংস খেলেন রাসেল। এরপরই ফিরে যান তিনি। সুযোগ থাকা সত্ত্বেও এদিনও বড় রান করতে পারলেন না ক্যারিবিয়ান ব্যাটার।
রিঙ্কু উল্টোদিকে নিজের ইনিংস গোছাচ্ছিলেন। এমনকী কেকেআরের স্কোরবাের্ডেও রান যোগ করেছিলেন। তবে অর্ধশতরানের থেকে চার রান দূরেই শেষ হয়ে যায় রিঙ্কুর ইনিংস। ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্য়ে ৩৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন উত্তরপ্রদেশের বাঁহাতি ব্য়াটার। লোয়ার অর্ডারে দ্রুত উইকেট পড়ায় ১৭১ রানের বেশি তুলতে পারেনি কেকেআর।
সানরাইজার্স বােলারদের মধ্যে সর্বাধিক ২টো করে উইকেট নেন মার্কো ইয়েনসেন ও টি নটরাজন। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও ময়ঙ্ক মারকাণ্ডে, কার্তিক ত্যাগী ও এইডেন মারক্রাম। এদিন দুর্দান্ত একটি ক্যাচও লুফে নেন সানরাইজার্স অধিনায়ক।