Gambhir And Kohli: গম্ভীরকে দেখেই কোহলির নামে জয়োধ্বনি! হায়দরাবাদের ভিডিও ভাইরাল
IPL 2023: দুই ক্রিকেটারের অনুরাগীরাও এবার এই দ্বৈরথে জড়িয়ে পড়ছেন। যেমন ঘটল শনিবার।
হায়দরাবাদ: গৌতম গম্ভীর (Gautam Gambhir) বনাম বিরাট কোহলি (Virat Kohli) তিক্ততা কি কিছুতেই ঘুচবে না? উত্তরোত্তর বেড়েই চলবে?
দুই ক্রিকেটারের অনুরাগীরাও এবার এই দ্বৈরথে জড়িয়ে পড়ছেন। যেমন ঘটল শনিবার। হায়দরাবাদে। যেখানে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। আর সেই ম্যাচের জন্য মাঠে হাজির ছিলেন ঠিলেন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গম্ভীরও।
ঘটনাটি সেই ম্যাচেরই। গম্ভীরকে দেখে গ্যালারি থেকে উড়ে এল টিপ্পনি। কী সেই টিপ্পনি? গম্ভীরকে দেখা মাত্রই গ্যালারি থেকে চিৎকার শুরু হয়ে গেল, 'কোহলি... কোহলি...'। অবশ্যই কটাক্ষ করার জন্য। গম্ভীর অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি। শুধু একবার গ্যালারির ওই অংশের দিকে তাকিয়ে মাঠের বাইরে হাঁটা দেন।
লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (LSG vs RCB) ম্যাচের শেষে বচসায় জড়িয়েছিলেন দুজনে। গৌতম গম্ভীর (Gautam Gambhir)। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসাবে যিনি কাজ করছেন। এবং বিরাট কোহলি (Virat Kohli)। আরসিবির সেরা তারকা। যে কারণে দুজনেরই মোটা অঙ্কের জরিমানা করা হয়। আইপিএলের শৃঙ্খলারক্ষা কমিটি দুজনেরই ম্যাচ ফি-র একশো শতাংশ জরিমানা করে।
কত সেই জরিমানার পরিমাণ? কোহলির ক্ষেত্রে প্রায় ১ কোটি টাকা। কারণ ম্যাচ প্রতি প্রায় ১ কোটি টাকা পেয়ে থাকেন বিরাট। গম্ভীরের ম্যাচ ফি প্রকাশ্যে আসেনি। তবে কয়েকটি সূত্র দাবি করেছে যে, ম্যাচ প্রতি ২৫ লক্ষ টাকা পান গৌতি।
লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ম্যাচের পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে। এখনও বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের বিবাদ নিয়ে চর্চা চলছে। দুজনকে নির্বাসিত করা উচিত বলে এবার মন্তব্য করলেন কিংবদন্তি সুনীল গাওস্কর (Sunil Gavaskar)।
'Kohli Kohli' chants the Hyderabad crowd in front of the Lucknow Supergiants' dugout.pic.twitter.com/rRS6XGyTVe
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 13, 2023
লিটল মাস্টার বলেছেন, 'ম্যাচটা আমি সরাসরি সম্প্রচার দেখিনি। পরে ভিডিও দেখেছি। শুনলান ওদের একশো শতাংশ ম্যাচ ফি জরিমানা হয়েছে। একশো শতাংশ মানে কতটা? কোহলি সম্ভবত বছরে ১৭ কোটি টাকা পায়। খেলে ১৬ ম্যাচ, প্লে অফ ধরে বলছি। দেখা যাবে ম্য়াচ প্রতি এক কোটি টাকা পায়। সেটা জরিমানা করা বিরাট অঙ্ক।'
আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস
আরও পড়ুন: ৩ ম্যাচে ৪০ রান করে কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই যশস্বীর ব্যাটেই আইপিএলে রেকর্ড