IPL 2023: ধোনি, কার্তিকদের বিশেষ তালিকায় নাম লেখালেন ঋদ্ধি, পেলেন স্মারকও
Wriddhiman Saha: নিজের ১৫০তম ম্যাচে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হন ঋদ্ধিমান। মাত্র চার রানে সাজঘরে ফেরেন তিনি।
আমদাবাদ: আইপিএলের ৩৫তম ম্যাচে গুজরাত টাইটান্স নিজেদের ঘরের মাঠে আজ, মঙ্গলবার, ২৫ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে। এই ম্যাচেই গুজরাতের দুই তারকা ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামিকে গুজরাতের তরফে বিশেষ স্মারক দেওয়া হল। আজই নিজের শততম ম্যাচ খেলতে মাঠে নেমেছেন শামি, অপরদিকে ঋদ্ধিমান খেলছেন নিজের ১৫০তম ম্যাচে। মাইলফলক ম্যাচের জন্যই গুজরাতের দুই তারকাকে ফ্র্যাঞ্চাইজির তরফে এদিন বিশেষ স্মারক উপহার হিসাবে দেওয়া হয়।
এই ম্যাচে মাঠে নেমেই বিশেষ তালিকায় নাম লিখিয়ে ফেললেন ঋদ্ধিমান সাহা। মহেন্দ্র সিংহ ধোনি, দীনেশ কার্তিকের পর সাহাই তৃতীয় কিপার হিসাবে ১৫০ আইপিএল ম্যাচ খেলার কৃতিত্ব নিজের নামে করলেন। এদিন ম্যাচ শুরুর আগেই গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য ১৫০ লেখা এক স্মারক ঋদ্ধির হাতে তুলে দেন। অপরদিকে, শামিকে ১০০ লেখা স্মারক দেন দলের আরেক অভিজ্ঞ ফাস্ট বোলার মোহিত শর্মা। প্রসঙ্গত, নিজের মাইলফলক ম্যাচে অবশ্য ব্যাট হাতে বড় রান করতে ব্যর্থ হন ঋদ্ধিমান। ইনিংসের দ্বিতীয় ওভারেই ঋদ্ধিমান সাহাকে সাজঘরে ফেরত পাঠান অর্জুন তেন্ডুলকর। চার রানে সাজঘরে ফেরেন ঋদ্ধি।
1️⃣0️⃣0️⃣th Match for @MdShami11 ✅
— IndianPremierLeague (@IPL) April 25, 2023
1️⃣5️⃣0️⃣th Match for @Wriddhipops ✅
Congratulations to the @gujarat_titans duo 👏🏻👏🏻
Follow the match ▶️ https://t.co/PXDi4zeBoD#TATAIPL | #GTvMI pic.twitter.com/gPhXKOjrkw
প্রথম ইনিংস
এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। শুরুটা অবশ্য গুজরাত একদমই ভালভাবে শুরুটা করতে পারেনি। ইনিংসের দ্বিতীয় ওভারেই ঋদ্ধিমান সাহাকে সাজঘরে ফেরত পাঠান অর্জুন তেন্ডুলকর। চার রানে সাজঘরে ফেরেন ঋদ্ধি। তিন নম্বরে ব্যাট করতে নেমে হার্দিক পাণ্ড্যও (Hardik Pandya) বড় রান করতে ব্যর্থ হন। মাত্র ১৩ বলে সাজঘরে ফেরেন তিনি। অবশ্য ঋদ্ধি ও হার্দিক অল্প রানে ফিরলেও শুভমন গিল কিন্তু দুরন্ত অর্ধশতরান করেন। ৩৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন শুভমন।
শুভমন ও বিজয় শঙ্কর ইনিংসটাকে ভালভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে পরপর দুই ওভারেই শুভমন ও বিজয় সাজঘরে ফেরেন। শুভমনকে ফেরান কুমার কার্তিকেয়া, বিজয়কে ১৯ রানে সাজঘরে ফেরান পীযূষ চাওলা। তবে ১০১ রানে চার উইকেট হারিয়ে ফেলার পর গুজরাতের ইনিংস সামাল দেন ডেভিড মিলার ও অভিনব মনোহর। পঞ্চম উইকেটে দুই তারকা ৩৫ বলে ৭১ রান যোগ করেন। তবে দুই তারকাই নিজেদের অর্ধশতরান হাতছাড়া করেন। মিলার ২২ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। অভিনব মনোহর ৪২ রান করেন।
শেষের দিকে রাহুল তেওয়াটিয়া মাত্র পাঁচ বলে ২০ রান করেন তিনি। তিনটি ছক্কা হাঁকান গুজরাতের তারকা অলরাউন্ডার। তাঁর দৌলতেই দু'শো রানের গণ্ডি পার করে গুজরাত। এদিন বল হাতে মুম্বইয়ের হয়ে পীযূষ চাওলাই সর্বসেরা বোলিং করেন। নির্ধারিত চার ওভারে ৩৪ রানের বিনিময়ে দুই উইকেট নেন তিনি। এছাড়া অর্জুন, জেসন বেরেনডর্ফ, রাইলি মেরিডিথ ও কুমার কার্তিকেয়া একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: দল থেকে বাদ, সোশ্যাল মিডিয়ায় ট্রোল, ১৭ মাসের অপেক্ষার পর লড়াকু কামব্যাক...