IPL 2023: আবারও প্রমাণিত হল ধোনির জনপ্রিয়তা, রাজস্থান ম্যাচে মাহির ব্যাটিংয়ের সময় তৈরি হল রেকর্ড
MS Dhoni: রাজস্থানের বিরুদ্ধে ১৭ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেও ধোনি তাঁর দল সিএসকেকে জেতাতে পারেননি বটে, তবে এই সময়কালেই তৈরি হল নতুন ইতিহাস।
চেন্নাই: ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) এখনও আইপিএলে (IPL 2023) খেলা চালিয়ে যাচ্ছেন। গোটা বিশ্বে প্রাক্তন ভারতীয় অধিনায়কের ভক্তের অভাব নেই। যেহেতু ধোনি বর্তমানে আইপিএল বাদে আর কোনও ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না, তাই তাঁর কোটি কোটি অনুরাগী মাহিকে ব্যাট হাতে দেখতে আইপিএলের অপেক্ষা করে থাকেন। ধোনির জনপ্রিয়তা ঠিক কতটা, তা আবারও বুধবার, ১২ এপ্রিল রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings vs Rajasthan Royals) ম্যাচে প্রমাণ হয়ে গেল।
নতুন রেকর্ড
ম্যাচের শেষের দিকে ১৭ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেও ধোনি তাঁর দল সিএসকেকে জেতাতে পারেননি বটে, তবে এই সময়কালেই তৈরি হল নতুন ইতিহাস। ম্যাচের শেষের ওভারগুলিতে একসঙ্গে দুই কোটি ২০ লক্ষেরও অধিক মানুষ ধোনির ব্যাটিং দেখবেন বলে অনলাইনে চোখ রেখেছিলেন। আইপিএলে এ মরসুমে এখনও পর্যন্ত এটা একটি রেকর্ড। নির্দিষ্ট সময়ে এর থেকে বেশি মানুষ একসঙ্গে কোনও ম্যাচই দেখেননি। ৪১-র ধোনিকে দেখতেও এত মানুষের ভিড় জমানোয় তাঁর জনপ্রিয়তা প্রমাণ করে দেয়।
2.2 crore tuning into JioCinema, Crores in TV, at the age of 41, he is a hope after playing his last International match in 2019.
— Johns. (@CricCrazyJohns) April 12, 2023
It has been more than a decade in Yellow, the trust & faith of fans is the greatness of MS. pic.twitter.com/z67wW8x6sB
ধোনির প্রশংসা
ধোনি অবশ্য নিজের দলকে ম্যাচ জেতাতে না পারলেও, রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনের বাহবা কুড়িয়ে নিয়েছেন। রাজস্থান অধিনায়ক কোনও রাখঢাক না করেই স্পষ্ট জানিয়ে দেন যে ধোনি যতক্ষণ ক্রিজে টিকে থাকেন, ততক্ষণ কোনও লক্ষ্যই খুব বড় নয়। ম্যাচ শেষে তিনি বলেন, 'এই ম্যাচ জেতার জন্য বোলারদেরই বাহবা প্রাপ্য। চাপের মুখেও ওরা দুর্দান্ত বোলিং করে এবং আমরা নিজেদের ক্যাচগুলিও ধরতে পেরেছি। চিপকে কিন্তু এর আগে আমি কোনওদিনও ম্যাচ জিতিনি, তাই এই মাঠের স্মৃতি একেবারেই মধুর নয়। আমরা পাওয়ার প্লেতে রুতুকে আউট করতে সক্ষম হই। পাওয়ার প্লেতে অল্পরান দিলে তারপর আমাদের স্পিনাররা বাকিটা সামলে নিতে পারত। শেষ দুই ওভারে বেশ চাপ ছিল। ক্রিজে যতক্ষণ ধোনি রয়েছেন, ততক্ষণ কোনও লক্ষ্যই নিরাপদ নয়। ওঁর বিরুদ্ধে তো কোনও পরিকল্পনায় কাজ করে না। তাই ওঁকে সমীহ করতেই হয়।
আরও পড়ুন: আইপিএলের তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই নজির গড়লেন জস বাটলার