Virat Kohli: বিরাট পালোয়ান! কোহলির ফিটনেস ট্রেনিংয়ের ভিডিও দেখলে চমকে উঠবেন
IPL 2023: মাঠে তাঁর ফিটনেস অনেকের ঈর্ষার কারণ হতে পারে। বিস্ময়েরও। সারা বছর ক্রিকেট খেলার ধকলের মধ্যেও কী করে সুপারফিট থাকেন বিরাট কোহলি (Virat Kohli), জানতে কৌতূহল প্রকাশ করেন অনেকেই।
বেঙ্গালুরু: মাঠে তাঁর ফিটনেস অনেকের ঈর্ষার কারণ হতে পারে। বিস্ময়েরও। সারা বছর ক্রিকেট খেলার ধকলের মধ্যেও কী করে সুপারফিট থাকেন বিরাট কোহলি (Virat Kohli), জানতে কৌতূহল প্রকাশ করেন অনেকেই।
এবার সেই কারণ ব্যাখ্যা করলেন কোহলি নিজেই। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ফিটনেস ট্রেনিংয়ের ভিডিও পোস্ট করেছেন কোহলি। সেখানে দেখা যাচ্ছে, জিমে ভারোত্তোলন করছেন কোহলি। যে ভিডিও দেখলে বিভ্রান্ত হতে পারেন। কোহলি কি তবে ক্রিকেট ছেড়ে ভারোত্তোলনই পাকাপাকিভাবে শুরু করে দিচ্ছেন নাকি!
ভারোত্তোলকরা যেভাবে ক্লিন অ্যান্ড জার্কের সময় ওজন তোলেন, সেভাবেই ওজন তুলতে দেখা গিয়েছে কোহলিকে। একবার তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পেশিশক্তি বাড়ানোর জন্য ভারোত্তোলনের জুড়ি মেলা ভার। সেই কারণেই নিয়মিতভাবে ভারোত্তোলন করে থাকেন।
আপাতত নিজের পুরনো শহর দিল্লিতে রয়েছেন কোহলি। শনিবারই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। তার আগে ফিটনেস চর্চায় মগ্ন কোহলি।
View this post on Instagram
গত সোমবার লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (LSG vs RCB) ম্যাচ শিরোনাম কেড়ে নেয়। তবে ম্যাচের ক্রিকেটে নয়, শিরোনাম কাড়ে দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মধ্যেকার বিবাদ। গোটা ঘটনার ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়। রিপোর্ট অনুযায়ী, এবার এই বিষয়ে বিরাট কোহলি বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন।
ম্যাচ শেষে এই বিবাদের জেরে আইপিএলের শৃঙ্খলাভঙ্গ করায় কোহলি এবং গৌতম গম্ভীর, উভয়েরই ম্যাচ থেকে প্রাপ্ত ১০০ শতাংশ বেতন কেটে নেওয়া হয়। এই ঘটনার বিষয়ে আলোচনা, না না জল্পনা, কল্পনা অব্যাহত। রিপোর্ট অনুযায়ী বিরাট এই ঘটনাটি বিসিসিআইকে সবিস্তারে ব্যাখা করেছেন। শোনা যাচ্ছে গোটা ঘটনায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের ১০০ শতাংশ ম্যাচ বেতন কাটা যাওয়ায় তিনি হতাশ। এই বিষয়েই নিজের হতাশা জাহির করে তিনি বোর্ডের সঙ্গে কথাবার্তা বলেছেন।
আরও পড়ুন: রান্নার তেলের বোতলে কেন এমন ঢাকনা থাকে জানেন?
প্রসঙ্গত, সর্বভারতীয় এক সংবাদসূত্র মারফৎ একটি রিপোর্ট পেশ করা হয়েছে যেখানে গম্ভীর-কোহলির মধ্যে ঠিক কী বাক্যালাপ হয়েছিল তা আন্দাজ করার চেষ্টা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী সেদিন পুরস্কর বিতরণী অনুষ্ঠানের আগে গৌতম যখন বিরাটের দিকে এগিয়ে আসে, তখন তিনি বলেন, ''কী বলতে চাও, বলো আমাকে।'' জবাবে বিরাট বলেন, ''আমি তো আপনাকে কিছুই বলিনি। আপনি কেন মাঝখানে আসছেন।' সেই কথার উত্তরে পাল্টা গম্ভীর বলেন, ''তুমি যদি আমার প্লেয়ারদের কিছু বলে থাকো, তার মানে আমার পরিবারকে কিছু বলছ। কথা শোনাচ্ছো।'' বিরাট ফের বলেন, ''তাহলে আপনি আপনার পরিবারের সদস্যদের সামলে রাখুন একটু।''