IPL 2023: বল হাতে রাজস্থানকে জেতালেন সন্দীপ, টিভির পর্দায় বাবাকে দেখে খিলখিল করে হাসি শিশুকন্যার
Sandeep Sharma: ধোনির বিরুদ্ধে শেষ ওভারে বল করে তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে বলে জানান সন্দীপ শর্মা।
চেন্নাই: বুধবার মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিং ঝড় থামিয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুরন্তভাবে ম্যাচ জিতে নিয়েছে রাজস্থান রয়্যালস (CSK vs RR)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ৩ রানে জয়ের সুবাদে লিগ তালিকায় শীর্ষে পৌঁছে যায় রাজস্থান। চাপের মুখেও সন্দীপ শর্মার (Sandeep Sharma) অনবদ্য বোলিং পারফরম্যান্স সকলেরই নজর কেড়েছে। বাবার পারফরম্যান্সে খুশি সন্দীপের খুদে শিশুকন্যা।
একরত্তির হাসি
বয়স মাত্র ১০ মাস। তবে বাবা যখন সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা ফিনিশার ধোনির বিরুদ্ধে বল করছেন, তখন কিন্তু টিভির পর্দায় চোখ ছিল একরত্তির। মায়ের কোলে বসেই টিভিতে বাবার বোলিং দেখলেন সন্দীপের মেয়ে। আর শুধু দেখলেনই না, বাবার মুখ টিভিতে ভেসে উঠতেই খিলখিল করে হেসেও উঠলেন ছোট্ট শিশু। সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনাটি বেশ ভাইরালও হয়েছে।
Cutest pictures of the day - The happiness & smiles of Sandeep Sharma's 10 months daughter and his wife when Sandeep bowled brilliantly well in 20th over at yesterday.
— CricketMAN2 (@ImTanujSingh) April 13, 2023
What a beautiful pictures! pic.twitter.com/JRcjv3rr4t
সন্দীপের পরিকল্পনা
কোন পরিকল্পনায় ধোনিকে রুখে দিয়েছিলেন, ম্য়াচ শেষে কিন্তু নিজের সাফল্যরহস্য খোলসা করেন সন্দীপ নিজেই। সন্দীপ বলেন, 'উইকেট একটু মন্থর গতির ছিল। স্পিনাররা খুব ভাল বল করেছে। তুমিও। আমি ভেবেছিলাম প্রথম বল স্লোয়ার বাউন্সার করব। কিন্তু ওয়াইড হয়ে যায়। পাশাপাশি ওভারের একটা বাউন্সারও হয়ে যায়। আমার হাতে বেশি বিকল্প ছিল না। পরের বল ইয়র্কার করতে গিয়ে ফের ওয়াইড করি।' যোগ করেন, 'আমি হাল ছাড়িনি। গোড়ালি লক্ষ্য করে ইয়র্কার করতে চেষ্টা করি। কারণ মাঠের ওই দিকটা বড়। পরপর দুটো ছক্কা খেয়ে গিয়েছিলাম। তাই ঠিক করি, পরের বলগুলোতে অ্যাঙ্গেল ও লেংথ পাল্টাব। সেটাই করি ও কাজে দেয়। জাড্ডু ভাই স্ট্রাইকে আসে। আমি ঠিক করেছিলাম এমন জায়গায় বল করব যেখানে সহজে ব্যাট পৌঁছবে না। তাই করি।'
শেষ বলে দরকার ছিল ৫ রান। স্ট্রাইকে ধোনি। সন্দীপ বলছেন, 'আমি ঠিক করে নিয়েছিলাম ইয়র্কারই করব। কারণ নেটেও আমি ভাল ইয়র্কার করি।' চাহাল জানান, ধোনির সামনে শেষ ওভার বল করতে হলে বোলাররা আতঙ্কে থাকেন। অনেকে ভয়ে বিমারও করে দেন। সন্দীপ জানান, ধোনির বিরুদ্ধে শেষ ওভারে বল করে তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে।
আরও পড়ুন: ৩ বছরের 'বনবাস' কাটিয়ে আইপিএল প্রত্যাবর্তনে ম্যাচ সেরা কী বললেন মোহিত শর্মা?