Gavaskar on IPL: মাঠে বচসা, কোহলি-গম্ভীরদের নির্বাসন চেয়ে সওয়াল গাওস্করের
IPL 2023: সোমবারের আরসিবি-লখনউ ম্যাচের ফলাফলের থেকেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মাঠে ক্রিকেটারদের লড়াই। বিশেষ করে বিরাট কোহলি-গৌতম গম্ভীরের বাকবিতণ্ডা।
মুম্বই: লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ম্যাচের পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে। এখনও বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের বিবাদ নিয়ে চর্চা চলছে। দুজনকে নির্বাসিত করা উচিত বলে এবার মন্তব্য করলেন কিংবদন্তি সুনীল গাওস্কর (Sunil Gavaskar)।
লিটল মাস্টার বলেছেন, 'ম্যাচটা আমি সরাসরি সম্প্রচার দেখিনি। পরে ভিডিও দেখেছি। শুনলান ওদের একশো শতাংশ ম্যাচ ফি জরিমানা হয়েছে। একশো শতাংশ মানে কতটা? কোহলি সম্ভবত বছরে ১৭ কোটি টাকা পায়। খেলে ১৬ ম্যাচ, প্লে অফ ধরে বলছি। দেখা যাবে ম্য়াচ প্রতি এক কোটি টাকা পায়। সেটা জরিমানা করা বিরাট অঙ্ক।'
পাশাপাশি গাওস্কর বলেছেন, 'এমন কিছু করতে হবে যাতে ওরা এই ধরনের আচরণ আর না করে। আমাদের সময়ও মাঠে মজা হতো। কথাবার্তা হতো। কিন্তু সেটা এই পর্যায়ের নয়। এমন কিছু করতে হবে যাতে দলও ধাক্কা খায়। হয়তো কয়েকটা ম্যাচে বাইরে বসতে হল। তাহলেই এগুলো বন্ধ হবে।' ঘুরিয়ে নির্বাসনের কথাই বলেছেন গাওস্কর।
সোমবারের আরসিবি-লখনউ ম্যাচের ফলাফলের থেকেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মাঠে ক্রিকেটারদের লড়াই। বিশেষ করে বিরাট কোহলি-গৌতম গম্ভীরের বাকবিতণ্ডা। ২২ গজে এই ২ দিল্লির ক্রিকেটারের ঝামেলায় জড়ানাের ঘটনা এর আগেও দেখা গিয়েছে। তবে সেদিনের লড়াই সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। এবার সর্বভারতীয় এক সংবাদসূত্র মারফৎ একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ঠীক কী বাক্যালাপ হয়েছিল গম্ভীর-কোহলির।
View this post on Instagram
সেই রিপোর্ট মারফৎ জানা যাচ্ছে যে সেদিন পুরস্কর বিতরণী অনুষ্ঠানের আগে গৌতম যখন বিরাটের দিকে এগিয়ে আসে, তখন তিনি বলেন, ''কী বলতে চাও, বলো আমাকে।'' জবাবে বিরাট বলেন, ''আমি তো আপনাকে কিছুই বলিনি। আপনি কেন মাঝখানে আসছেন।' সেই কথার উত্তরে পাল্টা গম্ভীর বলেন, ''তুমি যদি আমার প্লেয়ারদের কিছু বলে থাকো, তার মানে আমার পরিবারকে কিছু বলছ। কথা শোনাচ্ছো।''
এরপর বিরাট ফের বলেন, ''তাহলে আপনি আপনার পরিবারের সদস্যদের সামলে রাখুন একটু।'' এরপর ২ জনে পেছন ফিরে চলে যাওয়ার আগে শেষবার গম্ভীর বলেন, ''এখন তোমার থেকে আমাকে শিখতে হবে...?''