IPL 2023: বিরাট অনুরাগীদের জন্য সুখবর! আরও কয়েকটি ম্যাচে আরসিবিকে নেতৃত্ব দেবেন কোহলি?
Virat Kohli: বিরাটের নেতৃত্বে আরসিবির পরপর দুই ম্যাচে জয় পায়। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসকে ও আজ রাজস্থান রয়্যালসকে হারায় আরসিবি।
বেঙ্গালুরু: গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে অধিনায়কত্ব করতে নেমেছিলেন বিরাট কোহলি। ফাফ ডুপ্লেসির চোটের কারণেই কোহলিকে আবারও অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল। কেবল ব্যাট করেই উঠে গিয়েছিলেন ফাফ, ফিল্ডিংয়ে মাঠে নামেননি তিনি। আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও সেই ধারা অব্যাহত রইল। ফের একবার আরসিবির হয়ে দলকে নেতৃত্ব দিলেন বিরাট।
আবারও অধিনায়ক বিরাট
আজকের ম্যাচে টসের সময় বিরাটকে আরসিবির অধিনায়কত্ব প্রসঙ্গে প্রশ্ন করা হলে কোহলি জানান শুধু আজই, আরসিবি ম্যানেজমেন্টের তরফে তাঁকে জানানো হয়েছে যে আগামী কয়েক ম্যাচেও তাঁকেই দলের নেতৃত্বের দায়ভার সামলাতে হবে। ফাফের পাঁজরে চোট পেয়েছেন। সেই চোট গুরুতর না হলেও, তাঁকে নিয়ে তেমন কোনও ঝুঁকি নিতে চায় না আরসিবি ম্যানেজমেন্ট। সেই কারণেই ফাফ গত দুই ম্যাচে কেবল ব্যাটিংই করেছেন এবং যা খবর, তাতে সামনের কয়েকটি ম্যাচেও সেই ধারা অব্যাহত থাকবে।
বিরাট এই বিষয়ে বলেন, 'ওরা আমায় গতবারই জানিয়েছে যে আমায় কয়েকটি ম্যাচে অধিনায়কত্ব করতে হবে। এটা তো আমার কাছে নতুন কিছু নয়, তাই চিন্তার কোনও কারণ নেই। তাই আমায় খুশি খুশিই এই দায়িত্ব পালন করতে রাজি। ফাফ এতদিন যা করছিল সেটাকেই এগিয়ে নিয়ে যাব। আমরা দলগতভাবে বেশ ভালই খেলছি, গত ম্যাচে দলের সকলেই দারুণ এনার্জি নিয়ে খেলেছে।'
বিশেষ অতিথির সঙ্গে সাক্ষাৎ
শুক্রবার, ২১ এপ্রিল চিপকে সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)। মাত্র ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিএসকে আট বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে যায়। ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) উইকেটের পিছনে তিনটে সাফল্য পেয়ে ইতিহাস গড়লেও, ব্যাট করতে নামেননি। ম্যাচের শেষে ধোনির এক বিশেষ অতিথির সঙ্গে দেখা করেন। কে তিনি? তিনি হলেন টি নটরাজনের (T Natarajan) কন্যাসন্তান।
টি নটরাজন সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেললেও, তিনি আদপে তামিলনাড়ুর সন্তান। তাই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ দেখতে নটরাজনের স্ত্রী ও কন্যা মাঠেই উপস্থিত ছিলেন। ম্যাচ শেষেই নটরাজনের পরিবারের সঙ্গে দেখা করেন ধোনি। সিএসকের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেন। ভিডিওতে সিএসকে অধিনায়ক ধোনিকে টি নটরাজনের কন্যার সঙ্গে মজার ছলে কথা বলতে দেখা যায়। এমনকী ধোনি খুদের সঙ্গে হাই ফাইভেরও চেষ্টা করেন বটে, তবে লাজুক নটরাজন কন্যা ধোনিকে সঙ্গ দেননি। অবশ্য ধোনি সবশেষে গোটা নটরাজন পরিবাবের সঙ্গে একটি ছবিও তোলেন।
আরও পড়ুন: রান-আপ ছোট করে কমেছে নো বল করার প্রবণতা, নিজের সাফল্যরহস্য খোলসা করলেন অর্শদীপ