IPL 2023: আইপিএলে স্বপ্নের ফর্মে থাকা যশস্বীর সামনে কি ভারতীয় দলের দরজা খুলবে?
Yashasvi Jaiswal: ১২ ম্যাচ খেলে অরেঞ্জ ক্যাপ তালিকার শীর্ষে থাকা ফাফ ডু্প্লেসির থেকে মাত্র এক কম, ৫৭৫ রান করে ফেলেছেন এই বাঁ-হাতি ব্যাটার। তাঁর গড় ৫২.২৭ ও স্ট্রাইক রেট ১৬৭.১৫।
কলকাতা: ইডেন গার্ডেন্স মানেই যে কোনও ক্রিকেটারের স্বপ্নের মঞ্চ। কত চড়াই-উতরাই, কতই না ইতিহাসের সাক্ষী থেকেছে ক্রিকেটের নন্দন কানন। আর সেই মাঠেই উপস্থিত দর্শকরা বৃহস্পতিবার এক তরুণ প্রতিভার ব্যাটিং ঝড়ের সাক্ষী থাকল। যশস্বী জয়ওয়ালের (Yashasvi Jaiswal) দৌরাত্ম্যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কার্যত উড়ে গেল কলকাতা নাইট রাইডার্স (KKR vs RR)। মাত্র ১৩ বলে আইপিএল ইতিহাসের দ্রুততম অর্ধশতরান হাঁকান যশস্বী। অল্পের জন্য হাতছাড়া হয় শতরান। ৪৭ বলে ৯৮ রানে অপরাজিত থাকেন রাজস্থান রয়্যালসের ওপেনার।
ক্রিকেটই তাঁর ধ্য়ান-জ্ঞান। এই ক্রিকেট খেলার জন্যই কত না লড়াই। একদা মুম্বইয়ের আজাদ ময়দানে রাত কাটানো যশস্বী কেকেআরের বিরুদ্ধে চোখধাঁধানো ইনিংসের পর এখন খবরের শিরোনামে। অবশ্য এই প্রথম নয়, গোটা আইপিএল জুড়েই দুরন্ত ফর্মে রয়েছেন রাজস্থান রয়্যালস তারকা। ইতিমধ্যেই চলতি মরসুমে একটি শতরানসহ হাঁকিয়ে ফেলেছেন যশস্বী। তাও আবার নিজের জন্মভূমি মুম্বইতেই। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬২ বলে ১২৪ রানের ইনিংস রাজস্থানকে ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট না হলেও, তাঁর প্রতিভা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য পরিমেয়।
যশস্বী এ মরসুমের আইপিএলে আপাতত দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। ১২ ম্যাচ খেলে অরেঞ্জ ক্যাপ তালিকার শীর্ষে থাকা ফাফ ডু্প্লেসির থেকে মাত্র এক কম, ৫৭৫ রান করে ফেলেছেন এই বাঁ-হাতি ব্যাটার। তাঁর গড় ৫২.২৭ ও স্ট্রাইক রেট ১৬৭.১৫। এক শতরানের পাশাপাশি আইপিএলে চারটি অর্ধশতরানও করে ফেলেছেন তিনি। কেকেআরের বিরুদ্ধে তাঁর ব্যাটিং দেখে খোদ বিরাট কোহলিও মন্ত্রমুগ্ধ। সোশ্যাল মিডিয়ায় বিরাট লেখেন, 'বাহ! সাম্প্রতিক সময়ে এটি আমার দেখা অন্যতম সেরা ইনিংস। দুর্দান্ত প্রতিভা।' বীরেন্দ্র সহবাগও কোনও রাখঢাক না করে তাঁর প্রতিভাকে কুর্নিশ জানিয়েছেন।
তবে শুধু আইপিএলে নয়, ঘরোয়া মরসুমেও কিন্তু ব্যাট হাতে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন ২১ বছরের এই তরুণ। গত মরসুমের রঞ্জি ট্রফিতে পাঁচ ম্যাচ খেলে ৪৫-র গড়ে মোট ৩১৫ রান করেছিলেন তিনি। তাঁর ঝুলিতে অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে ইরানি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ২১৩ রানের ইনিংস খেলার কৃতিত্বও রয়েছে।
এই বছরেই ভারতের মাটিতে আয়োজিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ। বিধ্বংসী ফর্মে থাকা যশস্বীকে জাতীয় দলে সুযোগ দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই ডাক আসছে। তিনি অবশেষে নিজের স্বপ্নপূরণ করে জাতীয় দলের জার্সি গায়ে ঠিক কবে চাপান, এখন সেটাই দেখার।
আরও পড়ুন: খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?