IPL 2024: আইপিএলের আগে এই পন্থ, শামিদের নিয়ে এই বড় বিবৃতি দিল বিসিসিআই
Tata IPL 2024: এরই মাঝে তিন ক্রিকেটারের ফিটনেস নিয়ে বড় বয়ান দিল বিসিসিআই। আইপিএলের আগেই ঋষভ পন্থের ফিটনেস দিল্লি ফ্র্যাঞ্চাইজির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে।
মুম্বই: হাতে আর মাত্র ১০ দিন। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল (IPL 2024)। ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে টেস্ট সিরিজে জয়ের পরই সব ক্রিকেটার সাময়িক বিরতি নিয়েই নিজেদের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ দিতে চলেছেন। এরই মাঝে তিন ক্রিকেটারের ফিটনেস নিয়ে বড় বয়ান দিল বিসিসিআই (BCCI)। আইপিএলের আগেই ঋষভ পন্থের (Rishabh Pant) ফিটনেস দিল্লি ফ্র্যাঞ্চাইজির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে। শোনা গিয়েছিল যে তিনি নাকি এখনও পুরো ম্য়াচ ফিট নন। শামি আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন ইতিমধ্যেই। এছাড়াও তালিকায় আছেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁরা কি আদৌ আইপিএলে খেলতে পারবেন কি না, দেখা দেখে নেওয়া যাক।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছেন, ১৪ মাসের রিহ্যাবের পর এই মুহূর্তে পন্থ পুরোপুরি সুস্থ। গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন পন্থ গত ৩০ ডিসেম্বর, ২০২২। এরপর থেকে আর মাঠে দেখা যায়নি তাঁকে। গতবার দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল ডেভিড ওয়ার্নারকে। মঙ্গলবার বিসিসিআইয়ের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে লেখা হয়েছে, উইকেট কিপার ব্যাটার হিসেবে পুরোপুরি ফিট পন্থ। আগামী আইপিএলে তাঁকে মাঠে দেখা যাবে।
প্রসিদ্ধ কৃষ্ণ গত ২৩ ফেব্রুয়ারি অস্ত্রোপচার হয়। এই মুহূর্তে বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সেরেছিলেন। আগামী আইপিএলে তাঁকে দেখা যাবে না।
গোড়ালির চোটে ভুগছিলেন মহম্মদ শামি। গত ২৬ ফেব্রুয়ারি অস্ত্রোপচার হয়েছিল শামির। টাটা আইপিএলের আগামী মরশুম থেকে ছিটকে গিয়েছেন শামি। তাঁকে এবারের আইপএলে দেখতে পাওয়া যাবে না।
এদিকে, গতকালই জেসন রয়ের পরিবর্তে ফিল সল্টকে কেকেআর শিবির নিয়েছে। নাইটদের শেয়ার করা সম্প্রতি এক ভিডিতে জেসন রয় জানান তিনি পারিবারিক কারণেই এ বারের আইপিএলে খেলতে পারছেন না। কারণ ব্যাখা করে ইংলিশ ব্যাটার বলেন, 'আমি অনেক ভাবনাচিন্তা করে এ বারের আইপিএলে না খেলার কঠিন সিদ্ধান্তটা নিয়েছি। সেই জানুয়ার মাস থেকে আমি বাইরে রয়েছি। এই বছরটা ভীষণই ব্যস্ত হতে চলেছে। তাই তার জন্য আমায় মানসিকভাবে নিজেকে চাঙ্গা হতে হবে এবং পরিবারের কাছে ফিরে যেতে হবে। আমি কেকেআরে আমার বন্ধু এবং সতীর্থদের হয়ে গোটা টুর্নামেন্টে গলা ফাটাব। ওদের জন্য অনেক শুভেচ্ছা রইল।'
আরও পড়ুন: রাহানের ব্য়াটিং টেকনিকের খুঁত ধরিয়ে দিলেন অশ্বিন!