Gautam Gambhir: যোগী রাজ্য ছেড়ে মমতা-রাজ্যের দলের মেন্টর হওয়াই কি গম্ভীরের রাজনীতি ছাড়ার নেপথ্যে?
IPL 2024: নেটিজেনরা প্রশ্ন তুলছেন, যোগীরাজ্যের দল ছেড়ে মমতা রাজ্যের দলে যাওয়ায় কি টিকিট অনিশ্চিত হয়ে পড়েছিল গম্ভীরের?
কলকাতা: শনিবার সকালে বিস্ফোরণটা ঘটিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কোনও সূত্র-বিশ্বস্ত সূত্রের খবর নয়, একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গৌতি জানিয়ে দেন, তিনি বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাকে (JP Nadda) অনুরোধ করেছেন, রাজনৈতিক কার্যকলাপ থেকে তাঁকে অব্যহতি দিতে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদও জানিয়েছেন গম্ভীর। লিখেছেন, আপাতত ক্রিকেটীয় বিষয় নিয়েই থাকতে চান।
যদিও সোশ্যাল মিডিয়ায় গম্ভীরের রাজনীতি ছাড়া নিয়ে জল্পনার শেষ নেই। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, যোগীরাজ্যের দল ছেড়ে মমতা রাজ্যের দলে যাওয়ায় কি টিকিট অনিশ্চিত হয়ে পড়েছিল গম্ভীরের? সেই কারণেই কি মানে মানে দল ছাড়লেন দুবারের আইপিএল জয়ী অধিনায়ক?
শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় গম্ভীর লিখেছেন, 'আমাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য মাননীয় পার্টি সভাপতি জেপি নাড্ডাকে অনুরোধ করেছি যাতে আমি ক্রিকেটে মনোযোগ দিতে পারি। আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাই। আমাকে জনগণের সেবা করার সুযোগ দিয়েছিলেন ওঁরা। জয় হিন্দ!'
গম্ভীরের পোস্টের কমেন্ট সেকশনে একজন সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমি শুনেছি পার্টি বিরোধী কাজকর্ম করায় এমনিতেই বিজেপি গম্ভীরকে আসন্ন লোকসভা ভোটের টিকিট দিত না। যোগী রাজ্যের আইপিএল দল লখনউ সুপার জায়ান্টস ছেড়ে মমতা শাসিত রাজ্যে শাহরুখ খানের মালিকানাধীন কেকেআরের মেন্টর হয়েছেন বলে।'
সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রচুর শেয়ার হতে থাকে। ঘটনা হচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের সফলতম অধিনায়ক গম্ভীর। তাঁর নেতৃত্বে দু-দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। ২০১২ ও ২০১৪ সালে কেকেআরকে আইপিএল ট্রফি দিয়েছিলেন ক্যাপ্টেন গম্ভীর। তবে তিনি সরে যাওয়ার পর আর আইপরিএল জেতেনি কেকেআর। পরে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হন গম্ভীর। দুই মরশুম এলএসজি শিবিরে ছিলেন তিনি। তবে এবার ফের কেকেআরে ফিরেছেন মেন্টর হিসাবে। শোনা যায় শাহরুখ স্বয়ং তাঁর সঙ্গে কথা বলে রাজি করিয়েছেন।
আর সেই কারণেই গম্ভীরের রাজনীতি ছাড়া নিয়ে মিমের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: ৪৮ বছর বয়সে তৃতীয় সন্তানের বাবা হলেন শোয়েব আখতার, ঘর আলো করে এল কন্যা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে