IPL 2024: আইপিএল শুরুর আগেই চাকরি গেল ডেল স্টেনের, কে হলেন হায়দরাবাদের বোলিং কোচ?
Dale Steyn: এক সময় সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) হয়ে খেলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্টবোলার। অবসরের পর তিনি সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ হিসাবে কাজ করছিলেন।
হায়দরাবাদ: আইপিএল (IPL 2024) শুরু হতে আর দিন কুড়ি বাকি। তার আগে চাকরি গেল ডেল স্টেনের (Dale Steyn)!
এক সময় সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) হয়ে খেলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্টবোলার। অবসরের পর তিনি সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ হিসাবে কাজ করছিলেন। তবে আইপিএলে গত কয়েক মরশুমে হতশ্রী পারফরম্যান্স করেছে সানরাইজার্স হায়দরাবাদ। যার জেরে সরিয়ে দেওয়া হল প্রোটিয়া তারকাকে।
ডেল স্টেনের পরিবর্তে নিউজ়িল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনকে বোলিং কোচ করল সানরাইজার্স হায়দরাবাদ। যদিও ব্যক্তিগত কারণে স্টেন নিজেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন বলে কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে। ২০২২ সাল থেকে দুই মরশুম আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ ছিলেন স্টেন।
ফ্র্যাঙ্কলিনের আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে সংক্ষিপ্ত সময়ের জন্য। ২০১১ ও ২০১২ মরশুমের জন্য তিনি মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন। আইপিএলে কোচ হিসাবে প্রথমবার দেখা যাবে তাঁকে। তিনি ড্যানিয়েল ভেত্তোরির সঙ্গে কাজ করবেন। নিউজ়িল্যান্ডেরই ভেত্তোরিকে ২০২৩ সালে আইপিএলে বিপর্যয়ের পর ভেত্তোরিকে দায়িত্ব দিয়ে নিয়ে এসেছে হায়দরাবাদ। মনে করা হচ্ছে, ভেত্তোরির সুপারিশেই ফ্র্যাঙ্কলিনকে বোলিং কোচ করে নিয়োগ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে মিডলসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে ও দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সে একসঙ্গে কাজ করেছেন দুজনে। ডারহামের হেড কোচ হিসাবেও কাজ করেছেন ফ্র্যাঙ্কলিন। আপাতত তিনি পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের সহকারী কোচ হিসাবে কাজ করছেন।
শোনা যাচ্ছে, নেতৃত্বেও বড়সড় বদল ঘটাতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা অস্ট্রেলিয়ার ফাস্টবোলার প্যাট কামিন্সকে নেতৃত্বের দায়িত্ব দিতে পারে হায়দরাবাদ।
তবে এ-ও শোনা যাচ্ছে যে, পরের আইপিএলে ফের স্টেনকে বোলিং কোচ করে ফেরাতে পারে হায়দরাবাদ। ব্যক্তিগত কারণে এবারের আইপিএলের সময় থাকতে নাকি রাজি ছিলেন না স্টেন।
আরও পড়ুন: ৪৮ বছর বয়সে তৃতীয় সন্তানের বাবা হলেন শোয়েব আখতার, ঘর আলো করে এল কন্যা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে