GT Final Squad 2022: নিলামে কাদের দলে নিল গুজরাত টাইটান্স? কেমন হল স্কোয়াড?
Gujarat Titans Full Squad:হার্দিককে ১৫ কোটি টাকায়, রশিদ খানকে ১৫ কোটি টাকায় এবং শুভমন গিলকে ৮ কোটি টাকায় ড্রাফ্ট করেছিল গুজরাত টাইটান্স।
IPL Auction 2022 Highlights: বিশ্বের সবচেয়ে দামী টি ২০ লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টের জনপ্রিয়তার কথা আর বলার অপেক্ষা রাখে না। এরমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চদশ সিজনের জন্য আইপিএলের মেগা নিলাম। টুর্নামেন্টের মতোই আড়ম্বরপূর্ণ ছিল এই নিলাম। দুদিনের এই নিলাম গতকাল শেষ হয়েছে। নিলামে অংশগ্রহণ করেছিল আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি। এবারই আইপিএলে প্রথমবার অংশগ্রহণ করতে চলেছে গুজরাত টাইটান্স (Gujarat Titans) । এই দল ড্রাফ্টে প্রথমেই হার্দিক পান্ড্য (Hardik Pandya), রশিদ খান (Rashid Khan) ও শুভমন গিল (Shubman Gill)-কে দলে নিয়েছিল গুজরাত টাইটান্স।
আসন্ন মরশুমে গুজরাত টাইটান্সের অধিনায়কত্বের ভার থাকতে পারে হার্দিক পান্ড্যর হাতে। বেঙ্গালুরুতে দুদিন ধরে চলা নিলামে গুজরাত টাইটান্স তাদের পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড়দের নিতে ঝাঁপিয়েছিল। অনেক খেলোয়াড়কেই দর হেঁকে নিজেদের দলে নিয়েছে গুজরাত টাইটান্স। এখন দেখে নেওয়া যাক, গুজরাত টাইটান্স কোন খেলোয়াড়দের নিলামে কিনল এবং তাঁদের জন্য কত টাকা খরচ করল।
যে খেলোয়াড়দের নিলামে দলে নিল গুজরাত টাইটান্স
লকি ফার্গুসন- ১০ কোটি টাকা
রাহুল তেওটিয়া- ৯ কোটি টাকা
মহম্মদ শামি- ৬.২৫ কোটি টাকা
জেসন রয়- ২ কোটি টাকা
অভিনব মনোহর সদারঙ্গানি – ২.৬০ কোটি টাকা
ম্যাথু ওয়েড- ২.৪০ কোটি টাকা
ঋদ্ধিমান সাহা- ১.৯০ কোটি টাকা
ডেভিড মিলার- ৩ কোটি টাকা
প্রদীপ সাঙ্গওয়ান- ২০ লক্ষ টাকা
আলজারি জোসেফ – ২.৪০ কোটি টাকা
দর্শন নলকাণ্ডে- ২০ লক্ষ টাকা
যশ দয়াল – ৩.২০ কোটি টাকা
বিজয় শঙ্কর- ১.৪০ কোটি টাকা
জয়ন্ত যাদব- ১.৭০ কোটি টাকা
ডোমিনিক ড্রেকস- ১.১০ কোটি টাকা
আর সাই কিশোর – ৩ কোটি টাকা
বরুণ অ্যারন – ৫০ লক্ষ টাকা
গুরকিরাত মান সিংহ- ৫০ লক্ষ টাকা
নূর আহমেদ- ৩০ লক্ষ টাকা
সাই সুদর্শন- ২০ লক্ষ টাকা
যে খেলোয়াড়দের টিম ড্রাফ্ট করেছিল
হার্দিক পান্ড্য (Hardik Pandya), রশিদ খান (Rashid Khan) ও শুভমন গিল (Shubman Gill) কে ড্রাফ্ট করেছিল দল। হার্দিককে ১৫ কোটি টাকায়, রশিদ খানকে ১৫ কোটি টাকায় এবং শুভমন গিলকে ৮ কোটি টাকায় ড্রাফ্ট করেছিল গুজরাত টাইটান্স।