(Source: ECI/ABP News/ABP Majha)
IPL Auction : রাচিন, হেড নাকি স্টার্ক, শার্দুল, আইপিএল নিলামে বড় দর পেতে পারেন কোন ক্রিকেটাররা ?
IPL Auction 2024 : বিশ্বকাপে নজরকাড়া পারফর্ম করা বেশ কয়েকজন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছেন আসন্ন আইপিএল-এর নিলামের (IPL Auction 2024) জন্য।
মুম্বই : ক্রিকেটার ধরে রাখা-ছাড়ার মাঝেই বেজে গিয়েছে আইপিএলের (IPL 2024) দামামা। জমজমাট নাটকীয় ট্রেডিং পর্বের শেষে এবার পালা নিলামের। ডিসেম্বরের ১৯ তারিখ দুবাইয়ে বসতে যে মিনি নিলামের যে আসর। ফ্র্যাঞ্চাইজিগুলি দলের ভারসাম্য তৈরিতে ঠিক কোন কোন খেলোয়াড়দের দলে নেওয়া দিকে ঝোঁকে, সেদিকে রয়ছে বাড়তি নজর। এরমাঝেই জল্পনা কোন খেলোয়াড় পেতে পারেন সবথেকে বেশি দর।
বিশ্বকাপে নজরকাড়া পারফর্ম করা বেশ কয়েকজন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছেন আসন্ন আইপিএল-এর নিলামের (IPL Auction 2024) জন্য। সঙ্গে বেশ কয়েকটি বড় নামকে ট্রেডিং পর্বে দল থেকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি, তাই কারা পেতে পারেন বড় দর, তা নিয়ে শুরু হয়েছে কৌতুহলও। একঝলকে রইল দশ ক্রিকেটারের তালিকা, যাঁরা নিলামে পেতে পারেন সবথেকে বেশি অর্থ।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে দারুণ নজর কেড়েছেন রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)। নিউজিল্যান্ডের হয়ে ১০ ম্যাচে চোখ ধাঁধানো ৫৭৮ রান হাঁকিয়েছিলেন বাঁ হাতি ব্যাটার। ভারতীয় বংশোদ্ভূতকে আইপিএলের কোন ফ্র্যাঞ্চাইজি ছিনিয়ে নেবে, তা নিয়ে চলতে পারে প্রবল টানাটানি।
ট্রাভিস হেড (Travis Head)। বিশ্বকাপের ফাইনালে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্বপ্ন ভেঙেছিলেন দুরন্ত শতরানে। বাঁ হাতি অজি ব্যাটারকে দলে নিতে অর্থের ঝুলি উজাড় করতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো।
২০১৫ থেকে আইপিএল খেলেননি মিচেল স্টার্ক (Mitchell Starc)। আগামী আইপিএলে ফিরতে চলা অজি পেসারকে নিতে ঝাঁপাতে পারে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি।
বিশ্বকাপে মঞ্চে নজর কেড়েছেন গেরাল্ড কোয়েৎজে (Gerald Coetzee)। দক্ষিণ আফ্রিকার পেসার নিয়েছিলেন ২০ উইকেট। চলতি আইপিএলের নিলামে নাম লেখানো প্রোটিয়া পেসারকে দলে পেতে হতে পারে টানাটানি।
আজমাতুল্লা ওমরজাই (Azmatullah Omarzai)। আফগানিস্তানের অলরাউন্ডার নজর কেড়েছেন বিশ্বকাপে। দলের প্রয়োজনে হাঁকিয়েছিলেন তিনটি দুরন্ত অর্ধশতরান। ফিনিশার হিসেবে তাঁকে পেতে ঝাঁপাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো।
শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযান খুব একটা ভাল না গেলেও দুরন্ত ছন্দে ছিলেন দিলসান মাদুশঙ্কা (Dilshan Madushanka)। ২১ উইকেট নেওয়া লঙ্কার বাঁ-হাতি পেসার হতে উঠতে পারেন যে কোনও দলের অস্ত্র।
খানিকটা সকলে চমকে দিয়েই ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (Wanindu Hasaranga) ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি-র হয়ে ২৬ ম্যাচে ৩৫ উইকেট নেওয়া শ্রীলঙ্কার বোলারকে পেতে লড়াই চলতে পারে নিলাম টেবিলে।
শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) বড় অঙ্কে দিল্লি ক্যাপিটালস থেকে দলে নেওয়ার পর এবার নিলামের আগে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় এই বোলিং অলরাউন্ডার নিলামে পেয়ে যেতে পারেন বড় দর।
লোকি ফার্গুসনকে (Lockie Ferguson) দলে পেতেও চলতে পারে নিলাম টেবিলে হাড্ডাহাড্ডি লড়াই। কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়া পেসার পরিচিত আগুনে পেস বোলিংয়ের জন্য। নিউজিল্যান্ডের বোলারটি এবার কোন ফ্র্যাঞ্চাইজিতে যান, সেটাই দেখার।
কেকেআর ছেড়ে দিয়েছে টিম সাউদিকেও (Tim Southee)। কিউয়ি অভিজ্ঞ এই পেসার হতে পারেন যে কোনও দলের সম্পদ। তাই তাঁকে নিয়েও চলতে পারে নিলাম টেবিলে টানাটানি।