এক্সপ্লোর
Advertisement
আইপিএল গভর্নিং কাউন্সিলের প্রস্তাবে ধোনির চেন্নাইয়ে ফেরার সম্ভাবনা উজ্জ্বল
নয়াদিল্লি: নির্বাসন কাটিয়ে আগামী আইপিএল-এ ফিরতে চলা দুই প্রাক্তন চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস অন্তত তিনজন পুরনো খেলোয়াড়কে সরাসরি দলে নিতে পারবে। তাঁদের মধ্যে একজন ভারতীয় ও দু’জন বিদেশি ক্রিকেটার অথবা দু’জন ভারতীয় ও একজন বিদেশি থাকতে পারেন। ফলে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাইয়ে ফেরার সম্ভাবনা উজ্জ্বল।
আইপিএল গভর্নিং কাউন্সিলের এক সদস্য বলেছেন, ‘যে ক্রিকেটাররা রাইজিং পুণে সুপারজায়ান্টস ও গুজরাত লায়ন্সের হয়ে গত দুই মরসুমে খেলেছে, তাদের মধ্যে অন্তত তিনজনকে রেখে দিতে পারে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। আমরা আগামী মাসে ওয়ার্কশপে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মালিকদের কাছে এই প্রস্তাব দেব। সবাই রাজি হলে তবেই এই প্রস্তাব কার্যকর হবে।’
ধোনি গত দুই মরসুম পুণের হয়ে খেলেছেন। চেন্নাইয়ের অন্য প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে সুরেশ রায়না ও রবীন্দ্র জাডেজা গুজরাতের হয়ে খেলেছেন। যদি আরও বেশি পুরনো ক্রিকেটারদের রেখে দেওয়ার সুযোগ পায় চেন্নাই ও রাজস্থান, তাহলে রায়না ও জাডেজাও চেন্নাইয়ে ফিরতে পারেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement