IPL Retention : নিলাম টেবিলে নিজেই উঠতে চেয়েছেন রশিদ! রিটেনশন লিস্টে দলে থাকলেন না যে বিশ্বকাঁপানো বিদেশিরা
IPL : ফাফ ডু প্লেসি, বেন স্টোকস, জোফ্রা আর্চার, কাগিসো রাবাদা, ইয়োন মর্গ্যানের মতো বড় নাম বাদ পড়েছেন।
হায়দরাবাদ : রিটেনশন লিস্টে সবথেকে বড় চমক যদি সমর্থকরা পেয়ে থাকেন, সেটা মিলেছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hydrabad) ফ্র্যাঞ্চাইজির থেকে। গত আইপিএলেই প্রথমে অধিনায়কত্ব খোয়ানো ও পরে দল থেকে বাদ পড়া ডেভিড ওয়ার্নার (David Warner) যে ফ্র্যাঞ্চাইজি তাঁর ওপর আস্থা না রাখায় হায়দরাবাদ শিবির ছাড়তে চান সেটা বুঝিয়েই দিয়েছিলেন। তবে ক্রিকেটার ধরে রাখার তালিকা ঘোষণার সময় এল আরও বড় একটা চমক। তাদের অন্যতম অস্ত্র রশিদ খানও (Rashid Khan) থাকলেন না ধরে রাখা খেলোয়াড়দের তালিকায়। যদিও আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজির তরফে তাঁর কাছে 'অফার' গিয়েছে বলে কিছু মহলের কানাঘুষো। তবে রশিদ নিজেই হায়দরাবাদ শিবির ছেড়ে নিলামে উঠতে চেয়েছেন বলে জানানো হল তাঁর ফ্র্যাঞ্চাইজির তরফে।
রশিদ, ওয়ার্নারের মতোই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ পড়লেন চোখ কপালে তোলার মতো কিছু নাম। বিশেষ মঞ্চে যারা বিশ্ব কাঁপাচ্ছেন। গতবার চেন্নাই সুপার কিংসকে খেতাব জয়ের রাস্তা গড়ে দেওয়ার অন্যতম কারিগর ফাফ ডু প্লেসি (Faf Du Plesis) যার মধ্যে অন্যতম। তাঁকে দলে রাখেনি চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। সিএকে শিবির বাদ দিয়েছে দীর্ঘদিনের বিশ্বস্ত সৈনিক ডোয়েন ব্র্যাভোকেও (Dwane Bravo)। চমক দিয়েছে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজিও। তারা রিটেনশন লিস্টে জস বাটলারকে (Jos Butler) রেখে বাদ দিয়েছে বেন স্টোকস (Ben Stokes), জোফ্রা আর্চারকে (Jofrs Archer)। এদিকে, দিল্লি ক্যাপিটালস আনরিখ নর্খেকে (Anrich Norje) ধরে রাখলেও বাদ দিয়েছে কাগিসো রাবাদাকে (Kagiso Rabada)। কলকাতা নাইট রাইডার্স তো তাদের গতবারের অভিযানের অধিনায়ক ইয়োন মর্গ্যানকেই (Eion Morgan) ছেঁটে ফেলেছে। বাদ গেছেন শাকিব আল হাসানও (Shakib Al Hasan)। অপরদিকে পাঞ্জাব কিংস শিবির তো কোনও বিদেশিকেই ধরে রাখেনি।
View this post on Instagram
একঝলকে কোন দল ধরে রাখল কোন ক্রিকেটারদের-
- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৩) - বিরাট কোহলি (১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি) ও মহম্মদ সিরাজ (৭ কোটি)
- মুম্বই ইন্ডিয়ান্স (৪) - রোহিত শর্মা (১৬ কোটি), জসপ্রীত বুমরাহ (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি), কায়রন পোলার্ড (৬ কোটি)
- পঞ্জাব কিংস (২)- মায়াঙ্ক আগারওয়াল (১২ কোটি), অর্শদীপ সিংহ (৪ কোটি)
- সানরাইজার্স হায়দরাবাদ (৩)- কেন উইলিমাসন (১৪ কোটি), আব্দুল সামাদ (৪ কোটি), উমরান মালিক (৪ কোটি)।
- চেন্নাই সুপার কিংস (৪)- রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিংহ ধোনি (১২ কোটি), মইন আলি (৮ কোটি), রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি)
- দিল্লি ক্যাপিটালস (৪)- ঋষভ পন্থ (১৬ কোটি), অক্ষর প্যাটেল (৯ কোটি), পৃথ্বী শা (৭.৫ কোটি), আনরিখ নোর্খে (৬.৫ কোটি)
- কলকাতা নাইট রাইডার্স (৪)- আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি), ভেঙ্কটেস আইয়ার (৮ কোটি), সুনীল নারায়ণ (৬ কোটি)
- রাজস্থান রয়্যালস (৩)- সঞ্জু স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি), যশস্বী জয়সওয়াল (৪ কোটি)