KKR on IPL: "জান হ্যায় তো জাঁহা হ্যায়", কেকেআর ক্রিকেটারদের বললেন শাহরুখ
দলের মধ্যে উদ্বেগ রয়েছে। আর তার আঁচ পেয়েই সকলকে মানসিকভাবে চাঙ্গা রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন শাহরুখ। দলের সকলে বাড়ির উদ্দেশে রওনা হওয়ার আগে একটি ভিডিও কনফারেন্স করেন তিনি।
আমদাবাদ: এখন তাঁদের প্লে অফে ওঠার অঙ্ক নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল। ৭ ম্য়াচে মাত্র ৪ পয়েন্ট। প্লে অফের দৌড়ে থাকতে গেলে বাকি ৭ ম্যাচের মধ্যে অন্তত পাঁচটিতে জিততেই হবে, এমন পরিস্থিতি ছিল। নানারকম পারমুটেশন-কম্বিনেশন চলার কথা এখন শিবিরে।
কিন্তু কোথায় কী! কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা এখন কী করে বাড়ি ফেরা যায়, সেই অঙ্ক কষতে বেশি ব্যস্ত। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। আট দলের টুর্নামেন্টে চার দলের শিবিরে হানা দিয়েছে করোনা। কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়রের করোনা। সব মিলিয়ে টালমাটাল পরিস্থিতিতে আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর তারপর থেকেই বাড়ি ফেরার জন্য ছটফট করছেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা।
মানসিক এই অস্থিরতার সময় দলের সকলকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান। করোনা পরিস্থিতিতে যিনি নিজে নাইটদের কোনও ম্যাচে মাঠে যেতে পারেননি। শিবিরকে উদ্বুদ্ধ করার জন্য তাই তিনি ভিডিও কনফারেন্স করেন। এবং দলের সকলকে বলে দেন, শুধুমাত্র নিজের ও নিজের পরিবারের কথা ভাবার সময়। দল বা টুর্নামেন্ট নিয়ে পরে ভাবলেও চলবে। কিংগ খান সকলকে মনে করিয়ে দেন, "জান হ্যায় তো জাঁহা হ্যায়"।
কেকেআর ম্যাচ খেলার জন্য আমদাবাদে ছিল। সেখান থেকে ভাগে ভাগে বাড়ি ফিরছেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা। একটি চার্টার্ড ফ্লাইটে করে এক ঝাঁক ক্রিকেটার ও কর্মকর্তা মুম্বই উড়ে গিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেল, একমাত্র মুম্বইয়ে যাঁদের যাওয়ার কথা ছিল, সংখ্যায় বেশি হওয়ায় তাঁদের জন্যই চার্টার্ড ফ্লাইট ভাড়া করা হয়। এছাড়া শাকিব আল হাসান বৃহস্পতিবারই ঢাকা পৌঁছলেন। তাঁর সঙ্গেই রাজস্থান রয়্যালসে খেলা পেসার মুস্তাফিজুর রহমানও ঢাকা উড়ে গিয়েছেন। বিদেশিদের কয়েকজন মলদ্বীপ যাচ্ছেন। সেখানে এক সপ্তাহ কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে তারপর কেউ অস্ট্রেলিয়া, কেউ ইংল্যান্ডে উড়ে যাবেন। কয়েকজন আবার আমদাবাদেই রয়ে গিয়েছেন। বিশেষ করে দুই করোনা আক্রান্ত বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র। তাঁদের করোনা পরীক্ষার রিপোোর্ট নেগেটিভ এলে তবেই বাড়ি ফিরতে পারবেন।
দলের মধ্যে উদ্বেগ রয়েছে। আর তার আঁচ পেয়েই সকলকে মানসিকভাবে চাঙ্গা রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন শাহরুখ। দলের সকলে বাড়ির উদ্দেশে রওনা হওয়ার আগে একটি ভিডিও কনফারেন্স করেন তিনি। সেখানেই সকলকে উদ্বেগমুক্ত করার চেষ্টা করেন। কেকেআর দলের একজন এবিপি লাইভকে বললেন, "শাহরুখ জুম কলে ভিডিও কনফারেন্স করেছিলেন। উনি শুরুতেই বলেন, এখন ক্রিকেটের কথা ভুলে যাও। নিজেদের কথা ভাবো। পরিস্থিতি ঠিক হলে ফের ক্রিকেটের কথা ভাবা যাবে। জান হ্যায় তো জাঁহা হ্যায়। আগে নিজে বাঁচো, সুস্থ থাকো। তারপর সব।" দলেরই আর একজন বলেন, "টিমমালিক হিসাবে উনি সশরীরে দলের সঙ্গে নেই। তবে দলকে মানসিকভাবে তরতাজা রাখতে ভিডিও কনফারেন্স করেছিলেন। দুই করোনা আক্রান্ত বরুণ ও সন্দীপ কেমন আছে, তা নিয়েও উনি সারাক্ষণ খোঁজখবর নিচ্ছেন। সকলকেই বলেছেন, দুশ্চিন্তার কিছু নেই। প্রত্যেকের পাশে দল রয়েছে। সকলে যাতে প্রিয়জনের কাছে ফিরে যেতে পারে, সেই দায়িত্ব দলের। শাহরুখ খানের কথা শুনে সকলেই আশ্বস্ত।"