Andrew Tye on IPL: "মানুষ হাসপাতালে ভর্তি হতে পারছে না আর এত খরচ করে আইপিএল!"
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে উথালপাতাল ভারত। অথচ তার মধ্যেই চলছে আইপিএল। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়ে দেশে ফিরে গিয়েছেন রাজস্থান রয়্যালসের অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যান্ড্রু টাই। দেশে ফিরেই বিস্ফোরণ ঘটালেন তিনি।
নয়াদিল্লি: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে উথালপাতাল ভারত। অথচ তার মধ্যেই চলছে আইপিএল। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়ে দেশে ফিরে গিয়েছেন রাজস্থান রয়্যালসের অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যান্ড্রু টাই। দেশে ফিরেই বিস্ফোরণ ঘটালেন তিনি। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে টাই বললেন, 'যে দেশে করোনা সংক্রমণের এত বাড়বাড়ন্ত, মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সুযোগ পাচ্ছেন না, সেখানে ভারতীয় সরকার এবং ফ্র্যাঞ্চাইজিগুলি এত টাকা খরচ করে আইপিএল করছে কীভাবে!'
রাজস্থান রয়্যালস শিবির ছেড়ে যাওয়ার সময় টাই ব্যক্তিগত কারণ দিয়েছিলেন। এখন তিনি বলছেন, ‘আইপিএল থেকে ফিরে আসার অনেক কারণ আছে, কিন্তু তার মধ্যে প্রধান হল পারথের পরিস্থিতি। ভারত থেকে আসা অনেকেরই করোনা পজিটিভ ধরা পড়েছে। পারথের প্রশাসন বাইরে থেকে আসা মানুষের ওপর প্রতিবন্ধকতা চাপানোর কথা ভাবছে। তাছাড়া হিসাব করে দেখলাম, গত বছর অগাস্ট থেকে মাত্র ১১ দিন জৈব বলয়ের বাইরে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে সময় কাটিয়েছি। তাই আমি বাড়ি ফিরতে মুখিয়ে ছিলাম। জৈব সুরক্ষা বলয়ে টানা থাকার ক্লান্তি দেশে ফিরে আসার অন্যতম একটি কারণ।’
টাইয়ের মতোই আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন অস্ট্রেলিয়ারই অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। টাই জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বহু সতীর্থের ফোন পেয়েছেন। অনেকেই জানতে চেয়েছেন, তিনি কীভাবে, কোন পথে দেশে ফিরলেন। তাঁর দাবি, করোনা আবহে যে ক্রিকেটাররাও কতটা ভীত, এই ঘটনা তারই প্রমাণ দেয়।
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। তার মধ্যেই চলছে আইপিএল। যা নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারও। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বললেন, 'ভারত ও পাকিস্তান, দু দেশেরই ক্রিকেট বোর্ডের ভাবা উচিত এই পরিস্থিতিতে আইপিএল চালিয়ে যাওয়া বা পাকিস্তান প্রিমিয়ার লিগ চালু করা উচিত কি না। এখন সম্পূর্ণ খরচ করা উচিত বিপর্যস্ত মানুষের জন্য। আইপিএলের চেয়েও অক্সিজেন এখন অনেক বেশি জরুরি।'