এক্সপ্লোর
Advertisement
আইপিএলে চিনা সংস্থার স্পনসরশিপ ভারতের অর্থনীতিকেই সাহায্য করছে, মত বোর্ডের কোষাধ্যক্ষের
চিনা মোবাইল ফোন সংস্থা ওপো গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলকে স্পনসর করেছিল৷ তারপর বেঙ্গালুরু-ভিত্তিক শিক্ষাগত প্রযুক্তি বাইজুস স্টার্ট-আপ চিনা কোম্পানিকে সরিয়ে বিরাট কোহলিদের মেন স্পনসরের দায়িত্ব পায়৷
মুম্বই: লাদাখের গালওয়ানে ভারত-চিন সংঘর্ষের পর চিনা পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে দেশজুড়ে৷ তবে আইপিএলের টাইটেল স্পনসর চিনা মোবাইল সংস্থা ভিভো-র সঙ্গে এখনই সম্পর্ক শেষ করতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড৷
চিনা মোবাইল সংস্থা থেকে প্রাপ্ত অর্থ ভারতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে বলে মনে করেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল৷ আইপিএলের টাইটেল স্পনসর বাবদ প্রতি বছর ৪৪০ কোটি টাকা পায় বিসিসিআই৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে চিনা এই মোবাইল সংস্থা ভিভো’র পাঁচ বছরের চুক্তি শেষ হওয়ার কথা ২০২২ সালে৷
ধুমল বলেছেন, ‘যখন আবেগের সঙ্গে কথা বলবেন, তখন আপনি যুক্তি ত্যাগ করবেন। চিনা কোম্পানির পক্ষে চিনের উদ্দেশ্যে সমর্থন করা বা ভারতের পক্ষে সমর্থন দেওয়ার জন্য চিনা কোম্পানির সহায়তা নেওয়ার মধ্যে পার্থক্য বুঝতে হবে৷ যখন আমরা চিনা সংস্থাগুলিকে তাদের পণ্য ভারতে বিক্রি করতে দিচ্ছি, তারা ভারতীয় ক্রেতাদের কাছ থেকে যে পরিমাণ অর্থ গ্রহণ করছে, তার কিছু অংশ বিসিসিআই-কে দিচ্ছে৷ বোর্ড সেই অর্থের উপর ৪২ শতাংশ ভারত সরকারকে কর দিচ্ছে৷ সুতরাং, এটি ভারতের পক্ষে ভাল৷’
চিনা মোবাইল ফোন সংস্থা ওপো গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলকে স্পনসর করেছিল৷ তারপর বেঙ্গালুরু-ভিত্তিক শিক্ষাগত প্রযুক্তি বাইজুস স্টার্ট-আপ চিনা কোম্পানিকে সরিয়ে বিরাট কোহলিদের মেন স্পনসরের দায়িত্ব পায়৷ ধুমল বলেছেন, ‘যদি কোনও চিনা সংস্থাকে ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য বরাত দিই, তবে তা চিনের অর্থনীতিকে সহায়তা করবে। কিন্তু গুজরাত ক্রিকেট সংস্থা মোতেরায় বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরি করেছে ভারতীয় সংস্থাকে (এলএন্ডটি) দিয়ে৷’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement