Chennai Super Kings: লখনউ ম্যাচের আগে ঈশ্বরের আর্শীবাদ নিতে সিদ্ধিবিনায়ক মন্দিরে রুতুরাজসহ CSK তারকারা
IPL 2024: চলতি আইপিএল মরশুমে ছয় ম্যাচে চারটি জয়ের সুবাদে লিগ তালিকায় তিন নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস।
মুম্বই: দিন দুু'য়েক আগেই রোমাঞ্চকর ম্যাচে মুম্বইয়ের ঘরের মাঠ মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে পরাজিত করেছে চেন্নাই সুপার কিংস। আইপিএলের 'এল ক্লাসিকো'য় জয়ের পর লিগ তালিকায় চার জয়ের সুবাদে তিন নম্বরে রয়েছে সিএসকে। সেই ম্যাচের পর মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে (Siddhivinayak Temple) পুজো দিলেন একাধিক সিএসকে (CSK) তারকা।
সম্প্রতি সিএসকের তরুণ তু্র্কি রাজ্যবর্ধন হাঙ্গারগেকর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে হাঙ্গারগেকরের পাশাপাশি সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), তারকা ফাস্ট বোলার তুষার দেশপাণ্ডেও সস্ত্রীক উপস্থিত ছিলেন। ঘটনাক্রমে এই তারকারা আইপিএলে চেন্নাইয়ের ফ্রাঞ্চাইজির হয়ে খেললেও এরা সকলেই আদপে মহারাষ্ট্রর বাসিন্দা। হাঙ্গারগেকর এবং রুতরাজ মহারাষ্ট্রের হয়েই ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন। তুষার খেলেন মুম্বইয়ের হয়ে। তাঁরা মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে এসেই ছুটলেন সিদ্ধিবিনায়ক মন্দিরে।
আইপিএল শুরুর আগেই মহেন্দ্র সিংহ ধোনি সিএসকের নেতৃত্ব ছাড়েন। রুতুরাজের কাঁধে নেতৃত্বের দায়ভার তুলে দেওয়া হয়। নতুন অধিনায়কের তত্ত্বাবধানে কিন্তু হলুদ ব্রিগেড এখনও পর্যন্ত বেশ ভালই পারফর্ম করছে। সিএসকে নিজেদের পরের দুই ম্যাচেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামবে। ১৯ এপ্রিল লখনউয়ের ঘরের মাঠে এবং ২৩ এপ্রিল চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচ দুইটি হবে।
দুই ম্যাচ দেখতেই মাঠে যে দর্শকরা ভিড় জমাবেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি এক সিএসকে সমর্থকের কর্মকাণ্ডে তো রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ধোনিকে খেলতে দেখার জন্য এক অনুরাগী সম্প্রতি ৬৪ হাজার টাকা খরচ করে টিকিট কেটেছেন, এই খবর সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে এক ধোনি সমর্থককে বলতে শোনা যায় তিনি কালো বাজারিদের কাছ থেকে ম্যাচের জন্য ৬৪ হাজার টাকায় টিকিট কেনেন।
ভাইরাল ভিডিওতে নিজের মাতৃভাষায় ওই ধোনি অনুরাগী বলেন, 'আমি প্রথমে টিকিট পাইনি, তাই বাধ্য হয়েই কালো বাজারিদের থেকেই টিকিট কিনতে হয়। মোট ৬৪ হাজার টাকা খরচ হয় আমার। আমি এখনও ওদের (মেয়েদের) স্কুলের বেতন জমা দিইনি। তবে আমরা ধোনিকে অন্তত একবার খেলতে দেখতে চেয়েছিলাম।' এক খুদে বলে উঠেন, 'আমার বাবা এই টিকিটগুলি জোগাড় করার জন্য প্রচুর খেটেছেন। ধোনি যখন খেলতে দেখার সুযোগ পাওয়ায় আমরা খুবই খুশি।'
সেই ব্যক্তির এই কর্মকাণ্ড প্রবলভাবে সমালোচনার সম্মুখীন হয়েছে। অনেকেই সন্তানদের পড়াশোনা, স্কুলের বেতনের বদলে ক্রিকেটপ্রেমকে অগ্রাধিকার দেওয়া কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মানসিক ক্লান্তি, শরীর বিধ্বস্ত? আচমকা আইপিএল থেকে সরে দাঁড়ালেন ম্যাক্সওয়েল