IPL 2022: আইপিএলে চেন্নাই সুপার কিংসে চাহারের পরিবর্ত খুঁজে নিলেন ইরফান পাঠান
IPL 2022: দীপক চাহার প্রায় অর্ধেক মরসুমের জন্য ছিটকে গিয়েছেন। তারকা এই বোলারের পরিবর্ত কে হতে পারেন টুর্নামেন্টে? এই প্রশ্নের উত্তর খুঁজলেন ইরফান পাঠান।
মুম্বই: আইপিএলে শুরুর আগেই জোর ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস। দীপক চাহার প্রায় অর্ধেক মরসুমের জন্য ছিটকে গিয়েছেন। তারকা এই বোলারের পরিবর্ত কে হতে পারেন টুর্নামেন্টে? এই প্রশ্নের উত্তর খুঁজলেন ইরফান পাঠান। সিএসকে এবার দলে নিয়েছে রাজবর্ধন হাঙ্গারগেকরকে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এবার বেশ নজর কেড়েছিলেন এই তরুণ অলরাউন্ডার। পাঠান বাজি রেখেছেন হাঙ্গারগেকরের ওপরই।
একটি শোয়ে চেন্নাইয়ের বোলিং লাইন আপ নিয়ে কথা বলতে গিয়ে পাঠান বলেন, ''শার্দুল ঠাকুর দলে নেই। এই পরিস্থিতিতে একজন সঠিক পরিবর্ত দরকার। আমার মনে হয় চেন্নাই শিবিরে একজন তরুণ আছে, যার ওপর বাজি রাখা যেতেই পারে, সে হল হাঙ্গারগেকর। আমরা সবাই জানি অসাধারণ তরুণ প্লেয়ার ও। অন্য কোনও দলে যদি যেত, তাহলে হয়ত আমি অন্যরকম কিছু বলতাম। কিন্তু চেন্নাই সুপার কিংসে হাঙ্গারগেকর ধোনিকে অধিনায়ক হিসেবে পাবে। উইকেটের পেছন থেকে তরুণ ক্রিকেটারদের কাজটা আরও বেশি করে সহজ করে দেয় ধোনি।''
আইপিএলের নিলামে ১.৫০ কোটি টাকায় হাঙ্গারগেকরকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। পাঠান বলছেন, ''দীপক চাহার যে ধরণের বোলিং করে, ওঁর পরিবর্ত হঠাৎ করে খুঁজে পাওয়াটা সত্যিই চাপের। অভিজ্ঞ বোলার। যানে ওঁর কাজটা ভাল মতোই। কিন্তু যতদিন দীপক চাহার ফিট হয়ে দলে না ফিরছেন, ততদিন আমার মনে হয় যে হাঙ্গারগেকরই সঠিক পছন্দ হবে দলের জন্য।''
এবারের আইপিএলের নিলামে মঈন আলিকে নিলামে তোলেনি সিএসকে। আট কোটি টাকায় রিটেন করেছিল। দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তবে এখনও পর্যন্ত ইউকে-র ভারতীয় হাই কমিশন মঈনকে ভিসার জন্য ছাড়পত্র দেয়নি। এর জেরেই ভারতে আসতে পারছেন না তিনি। এই নিয়ে সিএসকের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) কাশী বিশ্বনাথন শনিবার বলেন, ‘ও ২৮ ফেব্রুয়ারি ভিসার জন্য কাগজপত্র জমা দিয়েছিল। তারপর ২০ দিন হয়ে গিয়েছে। ও প্রায়ই ভারতে আসে, তা সত্ত্বেও ছাড়পত্র পাচ্ছে না।’