CSK Vs PBKS, 1st Innings Score: ব্যাটিং বিপর্যয় পঞ্জাবের, গেল-রাহুলরা তুললেন ১০৬/৮
CSK vs PBKS , IPL 2021 1st Innings Highlights: যে দলের ব্যাটসম্যানদের নামের তালিকায় রয়েছে ক্রিস গেল, কে এল রাহুল, নিকোলাস পুরানের মতো বিগহিটাররা, সেই দল নাকি ২০ ওভারে তুলল মাত্র ১০৬ রান। তাও আট উইকেট হারিয়ে!
![CSK Vs PBKS, 1st Innings Score: ব্যাটিং বিপর্যয় পঞ্জাবের, গেল-রাহুলরা তুললেন ১০৬/৮ CSK vs PBKS Score IPL 2021 Live Chennai Super Kings vs Punjab Kings first innings score highlights CSK Vs PBKS, 1st Innings Score: ব্যাটিং বিপর্যয় পঞ্জাবের, গেল-রাহুলরা তুললেন ১০৬/৮](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/16/e39c954c0aabc1a686eb7f015c6ed09a_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: যে দলের ব্যাটসম্যানদের নামের তালিকায় রয়েছে ক্রিস গেল, কে এল রাহুল, নিকোলাস পুরানের মতো বিগহিটাররা, সেই দল নাকি ২০ ওভারে তুলল মাত্র ১০৬ রান। তাও আট উইকেট হারিয়ে!
শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পঞ্জাব তুলল মাত্র ১০৬/৮। এবং ব্যাট হাতে একা লড়াই করলেন শাহরুখ খান। আইপিএলের নিলামের দিন থেকে যাঁকে নিয়ে আলোচনা। এমনকী, পঞ্জাব কিংসের কোচ অনিল কুম্বলে বলেছিলেন, কায়রন পোলার্ডের মতো প্রতিভা রয়েছে শাহরুখের। জাম্বো এও বলেছিলেন যে, তিনি কখনওই শাহরুখকে বল করতে চাইবেন না। সেই শাহরুখই ৩৬ বলে ৪৭ রান করে পঞ্জাবের সেরা স্কোরার। তাঁর জন্যই এক সময় ২৬/৫ হয়ে যাওয়া দল একশোর গণ্ডি পার করতে পারল।
সিএসকে-র হয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স দীপক চাহারের। চেন্নাই সুপার কিংসের পেসার ৪ ওভারে একটি মেডেন-সহ মাত্র ১৩ রান দিয়ে তুলে নিলেন ৪ উইকেট। তাঁর দাপটেই পঞ্জাব ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে যায়।
এদিন জাডেজার একটি ক্যাচ নিয়ে হইচই হয়। তিনি ফিল্ডার হিসাবে বরাবরই সকলের প্রশংসা আদায় করে নিয়েছেন। শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবীন্দ্র জাডেজা ফের একবার প্রমাণ করে দিলেন, কেন তাঁকে ফিল্ডিংয়ে বিশ্বের সেরাদের তালিকায় রাখা হয়।
শরীর উড়িয়ে এমন একটা ক্যাচ নিলেন বাঁহাতি জাডেজা, যা দেখে হতবাক সকলে। জাডেজার সঙ্গে কেউ তুলনা করলেন এরোপ্লেনের। কেউ গ্লাইডারের মিম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিলেন।
ঘটনাটি পঞ্জাব ইনিংসের পঞ্চম ওভারের। শুরুতেই দুই উইকেট হারিয়ে তখন বেশ চাপে পঞ্জাব। ঘুরে দাঁড়ানোর লড়াই করছেন ক্রিস গেল। তাঁকে নাকল বল করেছিলেন সিএসকে পেসার দীপক চাহার। তাঁর বল বুঝতে না পেরে টাইমিংয়ে গোলমাল করে ফেলেন ক্যারিবিয়ান তারকা। বল উঠে যায় শূন্যে। শর্ট কভারে ফিল্ডিং করছিলেন জাডেজা। তিনি কয়েক কদম দৌড়ে এসেও দেখলেন যে বল তাঁর নাগালের বাইরে মাটিতে পড়ছে। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় শরীর শূন্যে ভাসিয়ে দেন জাডেজা। এবং বল মাটিতে পড়ার আগে তা তালুবন্দি করেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)