IPL Final Score, CSK vs SRH: ধোনির চেন্নাইকে ৭ রানে হারিয়ে দিল ওয়ার্নারের হায়দরাবাদ
Chennai Super Kings vs Sunrisers Hyderabad, IPL 2020: ত্রয়োদশ আইপিএলে আজ মুখোমুখি ধোনির চেন্নাই সুপার কিংস ও ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ
LIVE
![IPL Final Score, CSK vs SRH: ধোনির চেন্নাইকে ৭ রানে হারিয়ে দিল ওয়ার্নারের হায়দরাবাদ IPL Final Score, CSK vs SRH: ধোনির চেন্নাইকে ৭ রানে হারিয়ে দিল ওয়ার্নারের হায়দরাবাদ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/03003236/LIVE.jpg)
Background
দুবাই: মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শুক্রবার টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আগের ম্যাচের দলে কোনও পরিবর্তন করেননি ওয়ার্নার। টসের পর তিনি বলেন, 'উইকেট বেশ ভাল মনে হচ্ছে আর আমরা শুরুতে বড় রান করে নিতে চাই। আমরা শুরুতে ব্যাট করে রানের পুঁজিকে রক্ষা করায় বেশি সাবলীল।'
অন্যদিকে, টসের পর ধোনি বলেছেন, 'আশা করছি উইকেট পরের দিকে খুব একটা মন্থর হয়ে পড়বে না। আমরা খুব জরুরি একটা বিরতি কাটিয়ে ফিরছি যে সময়ে ব্যাটিং-বোলিংয়ে কী প্রয়োজন, তা বিশ্লেষণ করতে পেরেছি।' চেন্নাই দলে তিনটি পরিবর্তন হয়েছে। মুরলী বিজয়, ঋতুরাজ গায়কোয়াড় ও জশ হ্যাজলউডের পরিবর্তে সুযোগ পেয়েছেন অম্বাতি রায়ডু, শার্দুল ঠাকুর ও ডোয়েন ব্র্যাভো।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)