DC vs RCB, Fantasy 11 Predictions: সুস্থ পন্থ? ধোঁয়াশা দিল্লি অধিনায়ককে ঘিরে
DC vs RCB Fantasy 11 Team Prediction: দিল্লি সমস্যায় পড়তে পারে আর অশ্বিনের অনুপস্থিতিতেও।
আমদাবাদ: সুপার ওভারে আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে মানসিকভাবে বেশ চাঙ্গা থাকার কথা দিল্লি ক্যাপিটালস শিবিরের। কিন্তু অধিনায়ক ঋষভ পন্থ কি পুরো ফিট? ধোঁয়াশা রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আগের ম্যাচে দিল্লি জেতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন শিখর ধবন। এবং তিনি বলেছিলেন, ঋষভ অসুস্থ। কিন্তু কী হয়েছে তাঁর, সে ব্য়াপারে খোলসা করে কিছু বলেননি ধবন।
দিল্লি সমস্যায় পড়তে পারে আর অশ্বিনের অনুপস্থিতিতেও। পরিবারের অনেকে করোনা আক্রান্ত হওয়ায় আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন অশ্বিন। তিনি বল হাতে উইকেট হয়তো বেশি পাননি, কিন্তু প্রত্যেক ম্যাচেই কৃপণ বোলিং করেছেন। তাঁর চার ওভারে প্রতিপক্ষ ব্যাটিংয়ের ওপর যে চাপ তৈরি হতো, তার ফায়দা তুলে অন্য প্রান্ত থেকে উইকেট তুলে নিতেন দিল্লির অন্যান্য বোলাররা। তবে হায়দরাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে দিল্লির আত্মবিশ্বাস চনমনে হয়ে থাকবে।
অন্যদিকে, মঙ্গলবার তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত হয়েছিল। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই প্রথম শুরু থেকে টানা চার ম্যাচ জিতেছিল। তবে আগের ম্য়াচে মহেন্দ্র সিংহ ধোনিদের চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছিল বিরাট কোহলিদের। টুর্নামেন্টের প্রথম হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই কোহলিদের। যদিও আগের ম্যাচের শেষে কোহলি বলেছিলেন, তাঁরা কার্যত রবীন্দ্র জাডেজার ওয়ান ম্যান শো-র সামনে আটকে গিয়েছিলেন। তবে দিল্লির বিরুদ্ধে প্রথম একাদশে বড় কোনও বদলের সম্ভাবনা নেই। আগের ম্যাচের দলই খেলাতে পারে আরসিবি।
সম্ভাব্য দল
দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধবন, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মার্কাস স্টোইনিস, ললিত যাদব, অক্ষর পটেল, কাগিসো রাবাডা, আবেশ খান, এনরিকে নোখিয়া ও অমিত মিশ্র।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পড়িক্কল, শাহবাজ আমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, এ বি ডিভিলিয়ার্স (উইকেটকিপার), ড্যান ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।