Andre Russell: কেকেআর শিবিরে রাসেল, প্রতিপক্ষদের কী হুঁশিয়ারি দিলেন?
বুধবার প্রস্তুতি শিবিরে যোগ দিলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। দলের সেরা অলরাউন্ডার নাইট শিবিরে প্রবেশ করেই যেন প্রতিপক্ষদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন।
মুম্বই: দরজায় কড়া নাড়ছে আইপিএল (IPL)। ২৬ মার্চ, প্রথম দিনই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স (KKR) ও চেন্নাই সুপার কিংস (CSK)। মুম্বইয়ে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে কেকেআর। বুধবার সেই প্রস্তুতি শিবিরে যোগ দিলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। দলের সেরা অলরাউন্ডার নাইট শিবিরে প্রবেশ করেই যেন প্রতিপক্ষদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন।
কলকাতা নাইট রাইডার্স রাসেলকে নিলামে তোলেনি। তাঁকে রিটেন করা হয়েছিল। জামাইকার দীর্ঘকায় অলরাউন্ডার সদ্য ভারতে এসে পৌঁছেছেন এবং কেকেআরের হোটেলে শুরু হয়ে গিয়েছে তাঁর তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব।
কেকেআরের হয়ে দীর্ঘ সাত মরসুম ইতিমধ্যেই খেলা হয়েছে গিয়েছে রাসেলের। এটি তাঁর অষ্টম মরসুম। নাইটদের হয়ে বরাবরই বড় ভরসা রাসেল। মাঠে যেমন তাঁর বিধ্বংসী ছক্কা জনপ্রিয়, তেমনই তাঁর বাহারি হেয়ারস্টাইলও দর্শকদের মধ্যে ভীষণই জনপ্রিয়। আগামী মরসুমে নতুন হেয়ারস্টাইলে আইপিএল মাতাতে তৈরি রাসেল। বুধবার কেকেআর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ও কিছু ছবি আপলোড করে। সেখানে নাইট তারকাকে নতুন হেয়ারস্টাইলে দেখা গিয়েছে। মোহক স্টাইলের চুলে আগেও দেখা গিয়েছে রাসেলকে। এবারও তাঁর চুলে সেই মোহক কাট। তবে এবার চুলের রঙ বাহারি। একদিকে বেগুনি, অন্যদিকে সোনালি। এমন আকর্ষণীয় চুলের রঙে দেখা যাবে এবার রাসেলকে। কেকেআর-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রাসেলের ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে সমর্থকরা রাসেলের নতুন হেয়ার স্টাইল দেখে বেশ অবাক।
ভিডিয়োয় রাসেলকে বলতে শোনা গিয়েছে, ‘ভয়ের কোনও কারণ নেই, দ্রে রাস চলে এসেছে। আমার পার্পেল-গোল্ড (বেগুনি-সোনালি) চুল দেখ।’ রাসেল বাহারি চুলের সঙ্গে সঙ্গে খেলার মাঠে কতটা চমক দেবেন, তাঁর উপরে নাইটদের ভাগ্য অনেকটা নির্ভর করবে।
“No need to fear, Dre Russ is here” ⚡️🔥 @Russell12A #KKR #KKRHaiTaiyaar #IPL2022 pic.twitter.com/R8N1z7qdSO
— KolkataKnightRiders (@KKRiders) March 16, 2022
রাসেল একা নন, আইপিএলে নিজের ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ার আগে আরেক ক্যারিবিয়ান তারকা শিমরন হেটমায়ারও দলের গোলাপি রঙে নিজের চুল রঙ করিয়েছেন।
আন্দ্রে রাসেল। নামটা শুনলেই যেন আশ্বস্ত হয়ে যান কেকেআরের সমর্থকরা। রাসেল আছেন মানে যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচ জেতা সম্ভব, এই বিশ্বাসটা যেন গেঁথে গিয়েছে নাইট শিবিরে। এবারও রাসেলকে ঘিরে আবর্তিত হবে কেকেআরের কাপ স্বপ্ন।
আইপিএলের আগে উদ্বেগে দিল্লি শিবির, ফিটনেস টেস্টে হতশ্রী ফল তারকা ব্যাটারের