IPL Auction History: নিলাম-টেবিলে প্রথম যুদ্ধ বেঁধেছিল কাকে ঘিরে ? ঝলকে আইপিএলের প্রথম নিলামের গল্প
১২ ও ১৩ ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুতে হতে চলেছে আইপিএল ২০২২-র (IPL 2022) মেগা অকশন
মুম্বই : বেজে গেছে দামামা। খাতায়-কলমে খুঁটিনাটি খতিয়ে নেওয়া শেষ। এবার একেবারে সম্মুখ-সমর। তবে এ লড়াই মাঠে নয়, নিলামের টেবিলে। আইপিএলের নিলাম (IPL Auction) মানেই অখ্যাতদের আকাশছোঁয়া মূল্যপ্রাপক হয়ে ওঠার কাহিনী। অল্প জানা কোনও ক্রিকেট প্রতিভাকে নিতে একাধিক ফ্র্যাঞ্চাইজির (IPL Franchise) নিলাম-দণ্ড ঠোকাঠুকি। আবার কখনও প্রখ্যাতদের অবিক্রিত থেকে যাওয়া বা একেবারেই অল্প মূল্যে কোনও ফ্র্যাঞ্চাইজির তুলে নেওয়া। নিলাম টেবিলের গল্পগুলো জানা থাকলেও প্রত্যেকবার চরিত্রগুলোর বদলে প্রেক্ষাপট থাকে একইরকম টানটান। এখনও থেকেই সবাই ১২ ও ১৩ ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুতে হতে চলা আইপিএল ২০২২-র (IPL 2022) মেগা অকশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায়। এবারের আইপিএল নিলামে অন্তর্ভুক্ত হয়েছে ৫৯০ জন ক্রিকেটারের নাম। এর মধ্যে ২২৮ জন ক্যাপড প্লেয়ারস ও ৩৫৫ জন আনক্যাপড।
নিলামের টানটান আবহে আগ্রহের মাঝেই ২০০৮ সালের একেবারে প্রথম নিলামের গল্প শুনিয়েছিলেন তৎকালীন নিলামের দায়িত্বে থাকা রিচার্ড ম্যাডলি। রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই বেশ কিছু গল্প শুনিয়েছেন তিনি। বলা ভাল, টাটকা করে দিয়েছেন ক্রিকেটভক্তদের অল্প ধুলো জমা সব স্মৃতি। প্রথমবারের আইপিএল নিলামে সবথেকে প্রথম ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে যুদ্ধে কে বাঁধিয়ে দিয়েছিলেন মনে আছে ? চেনা মেজাজে অল্প অপেক্ষা বাড়িয়ে ম্যাডলি-ই মনে করিয়ে দিয়েছেন তাঁর নাম মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra singh Dhoni)।
নিলামের ব্যাগ থেকে ধোনির নাম থেকে কাঠের টুকরো বের করার পরই যেন সেটাকে দখলে নিতে ফ্র্যাঞ্চাইজিদের তুমুল যুদ্ধ লেগে গিয়েছিল। ম্যাডলি বলেছেন একাধিক ফ্র্যাঞ্চাইজি-ই দৌড়ে ছিল, শেষপর্যন্ত কড়া টক্কর হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। যেহেতু সচিন তেন্ডুলকরকে তখন মুম্বই আইকন প্লেয়ার হিসেবে পেয়ে গিয়েছে ও চেন্নাইয়ের সেই জায়গা ফাঁকা ছিল, তাই শেষপর্যন্ত সিএসকে-ই শেষ হাসি হেসেছিল। প্রসঙ্গত, সেই জোট এখনও অটুট।
পাশাপাশি একেবারে ভিত্তিমূল্যে রাজস্থান রয়্যালসের শেন ওয়ার্নকে কিনে ফেলাও অবাক করেছিল তাঁকে। কেরিয়ারের শেষপর্বে হলেও ওয়ার্নের মতো অভিজ্ঞ, বুদ্ধিমান ক্রিকেটার ও নেতার ওপর আস্থা রেখেই রাজস্থান শিবির প্রথম আইপিএল খেতাব জিতেছিল বলেই মনে করেন রিচার্ড ম্যাডলি।
আরও পড়ুন- 'থাকব, তবে একটা শর্তে...' আরসিবিতে থাকতে কী শর্ত দিয়েছিলেন বিরাট?