Royal Challengers Bengaluru: 'কেউ বলতে পারবে না আরসিবি ট্রফিহীন', খরা কাটিয়েছে মহিলা দল, স্মৃতিরাই ফাফ, বিরাটদের অনুপ্রেরণা
IPL 2024: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আজ ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বেঙ্গালুরু: ১৬ মরশুম একবারও আইপিএল খেতাব ঘরে তুলতে পারেননি বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তবে ডব্লিউপিএলের দ্বিতীয় মরশুমেই খেতাব জিতে নিয়েছে স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন আরসিবি মহিলা দল। স্মৃতিরাই কিন্তু পুরুষ দলেরও অনুপ্রেরণা, অকপটে স্বীকার করে নিলেন অধিনায়ক ফাফ ডু প্লেসি (Faf du Plessis)।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে (RCB vs PBKS) ম্যাচের আগেই ফাফ বলেন, 'এখন আর কেউ বলতে পারবে না যে আরসিবি একটাও ম্যাচ জেতেনি। মহিলা দল সেই অপবাদটা ঘুচিয়েছে। আশা করছি আমরা সেটা থেকেই অনুপ্রেরিত হব। দলের সকলেই এই মরশুমের জন্য খুবই উৎসাহিত এবং উত্তেজিত।'
গত ম্যাচে সিএসকের বিরুদ্ধে শুরুটা ভাল করেও, আরসিবি ছন্দ হারায়। পরপর একগুচ্ছ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। অনুজ রাওয়াত এবং দীনেশ কার্তিকের দৌলতে লড়াই করার রসদ পেলেও, শেষমেশ ম্যাচ হারতেই হয়। এই বিষয়ে দলের উন্নতি করা প্রয়োজন বলে সাফ জানিয়ে দেন আরসিবি অধিনায়ক। 'ক্রিকেটের যে ফর্ম্যাটেরই ম্যাচ হোক না কেন, একসঙ্গে একগুচ্ছ উইকেট হারালে চাপ তো হবেই। শেষের দিকে আমরা নিজেদের সামলে নিতে সক্ষম হয়েছিলাম বটে। তবে এই বিষয়ে উন্নতি করতে হবে আমাদের।' বলেন ফাফ।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অবশ্য একাদশে কোনওরকম বদল না ঘটিয়েই মাঠে নেমেছে আরসিবি। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ফাফ। দলের দিকে তাকিয়ে দল শক্তি অনুযায়ীই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন আরসিবি অধিনায়ক। তিনি বলেন, 'আমরা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি। এই উইকেটটা বেশ ভাল বলেই মনে হচ্ছে এবং আমাদের দলের শক্তিও এই সিদ্ধান্ত নেওয়ার অন্যতম প্রধান কারণ।'
The skippers are ready for a ripper 🔥#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RCBvPBKS pic.twitter.com/F6Oaokv4Cn
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 25, 2024
ঘরের মাঠে গত মরশুমে রাতের ম্যাচের পাঁচটির মধ্যে চারটিতেই হেরেছিল আরসিবি। সেই পরিসংখ্যান বদলের লক্ষ্যেই মাঠে নামবেন ফাফরা। মুখোমুখি লড়াইয়েও কিন্তু আরসিবির ১৪-র তুলনায় পাঞ্জাব ১৭ ম্যাচ জিতে এগিয়ে। এই ব্যবধান কমাতে পারেন কি না ফাফরা, সেটাই দেখার অপেক্ষা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ঘোষণা করা হল আইপিএলের বাকি সূচি, ফাইনাল চেন্নাইয়ে, কেকেআরের ম্যাচ কবে?