Gaikwad in IPL: সচিনকে স্পর্শ করলেন ধোনির সৈন্য, গড়লেন রেকর্ড
IPL 2022: আইপিএলের ইতিহাসে রুতুরাজ পঞ্চম ব্যাটার যিনি ৯৯ রানে আউট হলেন।
মুম্বই: কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে (Sachin tendulkar) স্পর্শ করলেন মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) সৈন্য। আইপিএলে (IPL) গড়ে ফেললেন রেকর্ড।
রবিবার রাতে চেন্নাই সুপার কিংস দলের হয়ে অনবদ্য ফর্মে ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। ডেভন কনওয়ের সঙ্গে জুটি বেঁধে দলের হয়ে দুরন্ত শুরু করেন তিনি। মাত্র ১ রানের জন্য শতরান হাতছাড়া করেন। তবে সেই হতাশা কিছুটা হলেও যেন মুছে গেল কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে স্পর্শ করার মধ্যে দিয়ে। আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে দ্রুততম ১০০০ রান করার নজিরে সচিনকে স্পর্শ করলেন রুতুরাজ।
সানরাইজার্স হায়দরাবাদ দলের বিরুদ্ধে এই কীর্তি গড়লেন রুতুরাজ। মাত্র ৩১ টি ইনিংস খেলে তিনি পৌঁছে গেলেন ১০০০ রানে। ম্যাচের ষষ্ঠ ওভারে হায়দরাবাদ দলের পেসার মার্কো জানসেনকে একটি ছয় মেরে নিজের আইপিএল কেরিয়ারের ১০০০ রান সম্পূর্ণ করেন তিনি। ২৫ বছর বয়সি এই ব্যাটার পুনের এমসিএ স্টেডিয়ামে অনবদ্য ফর্মে ছিলেন। তিনি ৫৭ বল খেলে করেন ৯৯ রান। মাত্র ১ রানের জন্য শতরান হাতছাড়া হয়।
গতবারের অরেঞ্জ ক্যাপ জয়ী রুতুরাজ রবিবার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন । তাঁর ৯৯ রানের ইনিংসে তিনি মারেন ৬ টি চার এবং ৬ টি ছয় । স্ট্রাইক রেট ছিল ১৭৩.৬৮ ।
আইপিএলের ইতিহাসে রুতুরাজ পঞ্চম ব্যাটার যিনি ৯৯ রানে আউট হলেন । কেরিয়ারের দ্বিতীয় আইপিএল শতরান আসছে, তা একপ্রকার নিশ্চিতই ছিল । কিন্তু ব্যক্তিগত ৯৯ রানের মাথায় পয়েন্টে ক্যাচ তুলে দিলেন। ৬টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান নিজের ইনিংসে রুতুরাজ । কনওয়ে যদিও ৫৫ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন । তিনি ৮টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান । ধোনি ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন ।
আরও পড়ুন: প্রেমিকা বুলবুলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ছেষট্টির অরুণ লাল