Gambhir on Dhoni: সিএসকে-কেকেআর দ্বৈরথের আগেই ধোনিকে দরাজ সার্টিফিকেট গম্ভীরের
IPL 2024: সোমবার আইপিএলে মুখোমুখি হবে মেন্টর গম্ভীরের কেকেআর ও কিংবদন্তি ধোনির সিএসকে।
চেন্নাই: দুইজনে সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটের সবথেকে গৌরবময় দুই অধ্যায়, দুই বিশ্বকাপ জয়ের অঙ্গ ছিলেন। মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। তবে তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে জল্পনার কমতি নেই। সোমবার আইপিএলে মুখোমুখি হবে মেন্টর গম্ভীরের কেকেআর ও কিংবদন্তি ধোনির সিএসকে (CSK vs KKR)। সেই ম্যাচের আগেই অবশ্য ধোনি-বন্দনায় মজলেন গম্ভীর।
বিশ্বজয়ী নেতাকে দরাজ সার্টিফিকেট দিয়ে গম্ভীরের দাবি ধোনি ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। আইপিএলের ব্রডকাস্টিং সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে দুইজনের অতীতের দ্বৈরথ নিয়ে গম্ভীর বলেন, 'আমি সবসময় জিততে চাই। এই নিয়ে কোনও দ্বিধা-দ্বন্দ্ব নেই। বন্ধুত্ব, পারস্পরিক সম্মান, সবকিছুই থাকবে। তবে মাঠে আমি যখন কেকেআরকে নেতৃত্ব দিতাম, ও যখন সিএসকে নেতৃত্ব দিত তখন ম্যাচ জেতাটাই সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। ওকে জিজ্ঞেস করলেও, আমি নিশ্চিত ও একই কথা বলবে। তবে নিঃসন্দেহে এমএস ভারতের সফলতম অধিনায়ক এবং সেটাই থাকবে। আমার মনে হয় না তিনটি আইসিসি ট্রফি জিতে ওর স্তরে কেউ যেতে পারবে।'
The Song of Fire and Ice 🔥🧊 pic.twitter.com/4XKyZSNPXT
— KolkataKnightRiders (@KKRiders) April 8, 2024
তিনি এই প্রসঙ্গে আরও যোগ করেন, 'যদি শেষ ওভারে জয়ের জন্য ২০ রানের প্রয়োজন হয়, তাহলে সেই পরিস্থিতি থেকেও কিন্তু ধোনি ক্রিজে থাকলে ম্যাচ জেতাতে পারে। তবে একইভাবে চেন্নাই সুপার কিংসের যে কোনও ব্যাটারক চ্যালেঞ্জ জানানোর মতো বোলিং আক্রমণ ছিল আমার কাছে। ওকে দেখে আগ্রাসী মনে হয় না, তবে আমি জানতাম যে শেষ পর্যন্ত কোনও পরিস্থিতিতেই হাল ছাড়বে না ও। তাই প্রতি পদক্ষেপে পরিকল্পনার দিক থেকে আমায় ওর থেকে এগিয়ে থাকতে হত। চেন্নাই দলটাই তো এমন। ওদের বিরুদ্ধে শেষ বল হওয়ার আগে পর্যন্ত জয়ের বিষয়ে নিশ্চিত হওয়া যায় না।'
আজ অবশ্য ধোনি-গম্ভীর প্রতিপক্ষের দুই ডাগআউটে থাকলেও, দুইজনের ভূমিকা ভিন্ন। একজনকে মাঠের বাইরে থেকেই কেকেআরের গতিবিধি নির্ণয় করতে দেখা যাবে, আরেকজন মাঠের মধ্যে থেকে তরুণ অধিনায়ক রুতুরাজকে সহায়তা করবেন। কে জিতবে এই দ্বৈরথ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: পথচলা আরও বাকি... মনে করেন বাবা, IPL-এ অঙ্গকৃষের সাফল্যের রসায়ন কী?