Delhi Capitals vs Kolkata Knight Riders: ফের হার কলকাতার, ৪ উইকেটে জয় দিল্লি ক্যাপিটালসের
DC vs KKR Live Score: মুখোমুখি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও ঋষভ পন্থ। ওয়ার্নার না রাসেল। কার ব্যাটে ঝড় দেখতে পাওয়া যাবে, তা আর কিছুক্ষণ পরেই দেখতে পাওয়া যাবে।
LIVE
![Delhi Capitals vs Kolkata Knight Riders: ফের হার কলকাতার, ৪ উইকেটে জয় দিল্লি ক্যাপিটালসের Delhi Capitals vs Kolkata Knight Riders: ফের হার কলকাতার, ৪ উইকেটে জয় দিল্লি ক্যাপিটালসের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/28/c569dc1a6a4cef1d353e709b2f6e5fbe_original.jpg)
Background
মুম্বই: আজ আইপিএলের ২২ গজে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও দিল্লি ক্য়াপিটালস। মুখোমুখি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও ঋষভ পন্থ। ওয়ার্নার না রাসেল। কার ব্যাটে ঝড় দেখতে পাওয়া যাবে, তা আর কিছুক্ষণ পরেই দেখতে পাওয়া যাবে।
কলকাতা নাইট রাইডার্স
কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় সমস্যা টিম কম্বিনেশন। প্রত্যেক ম্যাচেই একাদশ ভেঙে নতুন নতুন দল তৈরি হচ্ছে। ওপেনিংয়ে ফিঞ্চ-আইয়ার, নারাইন-আইয়ার, নারাইন-ফিঞ্চ কোনও জুটিই ক্লিক করতে পারেনি। মিডল অর্ডারে একমাত্র ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার। বাকি কেউই রান পাচ্ছে না। আন্দ্রে রাসেল ঝড় গত কয়েকটি ম্যাচে সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে রাসেলের ব্যাট চলুক, চাইবেন কেকেআর সমর্থকরাও।
দিল্লি ক্যাপিটালস
দিল্লি শিবিরে করোনা আক্রান্ত হয়েছিলেন টিম সেইফার্ট ও মিচেল মার্শ। কিন্তু তাঁরা এই মুহূর্তে পুরো সুস্থ হয়ে উঠেছেন। অনুশীলনেও যোগ দিয়েছেন। ওয়ার্নার ও পৃথ্বী শ দু'জনে মিলে ওপেনিংয়ে দারুণ পার্টনারশিপ গড়ে দলকে ভরসা জোগাচ্ছেন প্রায় প্রতি ম্য়াচেই। দিল্লির বোলিং ডিপার্টমেন্টে খলিল, কুলদীপ, শার্দুল ঠাকুর ও মুস্তাফিজুর রহমন রয়েছেন।
DC vs KKR Live: ফের হার নাইটদের
ফের হার কলকাতার। ৪ উইকেটে জিতে গেল দিল্লি ক্যাপিটালস।
DC vs KKR Live Score: রান আউট অক্ষর
আউট অক্ষর পটেল। রান আউট হলেন তিনি।
DC vs KKR Live: টানা ২ উইকেটের পতন
নারাইনের বলে আউট ললিত যাদব। ঠিক পরের ওভারেই উমেশের শিকার পন্থ।
DC vs KKR Live Score: ৪২ রানে আউট ওয়ার্নার
উমেশ যাদবের বলে নারাইনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ডেভিড ওয়ার্নার।
DC vs KKR Live: জুটিতে এগােচ্ছেন ওয়ার্নার-ললিত
অর্ধশতরানের পার্টনারশিপ গড়লেন ডেভিড ওয়ার্নার ও ললিত যাদব।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)