![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IPL 2024: আইপিএলের আগে অবসর ঘোষণা গুজরাত টাইটান্সের তারকার, কেন এই সিদ্ধান্ত?
Gujarat Titans: সীমিত ওভারের ক্রিকেট থেকে নয়, প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ও ব্যাটার।
![IPL 2024: আইপিএলের আগে অবসর ঘোষণা গুজরাত টাইটান্সের তারকার, কেন এই সিদ্ধান্ত? Gujarat Titans batsman announces retirement to shock cricket fans ahead of IPL 2024 IPL 2024: আইপিএলের আগে অবসর ঘোষণা গুজরাত টাইটান্সের তারকার, কেন এই সিদ্ধান্ত?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/15/e18c9d5ee4e825928ee9a924763ed486171049588751650_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আমদাবাদ: আইপিএলের (IPL 2024) ঠিক আগেই অবসর ঘোষণা করলেন গুজরাত টাইটান্সের (Gujarat Titans) তারকা ক্রিকেটার।
তবে সীমিত ওভারের ক্রিকেট থেকে নয়, প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ও ব্যাটার ম্যাথু ওয়েড (Matthew Wade)। যার অর্থ, টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে না তাঁকে। আইপিএলের শুরুর দিকে খেলতে পারবেন না তিনি। পারথে তাসমানিয়া বনাম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া শেফিল্ড শিল্ডের ফাইনালই হবে লাল বলের ক্রিকেটে ওয়েডের শেষ ম্যাচ।
২০০৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল ওয়েডের। ৪০.৮১ গড়ে ৯১৮৩ রান করেছেন ওয়েড। ১৯টি সেঞ্চুরি ও ৫৪টি হাফসেঞ্চুরি করেছেন। পাশাপাশি উইকেটের পিছনে ৪৪২টি ক্যাচ ও ২১টি স্টাম্পিং করেছেন ওয়েড। অস্ট্রেলিয়ার হয়ে ৩৬টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত। ২৯.৮৭ গড়ে ১৬১৩ রান রয়েছে তাঁর। ২০১৯ সালের অ্যাশেজ সিরিজে জোড়া সেঞ্চুরি সম্ভবত তাঁর টেস্ট ক্রিকেট কেরিয়ারে সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত।
আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলেন অজি তারকা। কিন্তু টুর্নামেন্টের প্রথম দু’টি ম্যাচে খেলবেন না বলে জানিয়েছেন ওয়েড। তিনি আপাতত তাঁর রাজ্যের হয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে খেলছেন। সেখানে লাল বলের ম্যাচ খেলে অবসর নেবেন তিনি। তবে সাদা বলের ক্রিকেট খেলবেন। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দেখা যেতেই পারে।
ওয়েড একটি বিবৃতিতে বলেছেন, 'টেস্ট ক্রিকেটের আলাদা একটা চ্যালেঞ্জ আছে। আমি সেটা বরাবর উপভোগ করেছি। কিন্তু আমি এখন শুধু সাদা বলের ক্রিকেট খেলতে চাই। অস্ট্রেলিয়ার হয়ে খেলাই আমার লক্ষ্য। সেটাকেই প্রাধান্য দেব। টেস্ট না খেলার জন্য সাদা বলের ক্রিকেটে আমি আরও ভাল খেলব বলেই আমার বিশ্বাস। শরীরচর্চায় আরও বেশি সময় দিতে পারব। সাদা বলের ক্রিকেটে বেশি দিন খেলতে পারব। সেই কারণেই টেস্ট থেকে অবসর নিচ্ছি।'
২৪ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আসন্ন আইপিএলে নিজেদের অভিযান শুরু করছে গুজরাত টাইটান্স। টুর্নামেন্টে তাদের দ্বিতীয় ম্যাচ ২৬ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। প্রতিযোগিতায় এই দু’দলের বিরুদ্ধে ওয়েডকে পাবেন না শুভমন গিলরা।
আরও পড়ুন: Mumbai Indians: হার্দিককে নিয়ে অতিরিক্ত মাতামাতি হয়, আইপিএলে অগ্নিপরীক্ষা মুম্বই ইন্ডিয়ান্সের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)