IPL 2022: হার্দিকদের বিজয়রথ থামাতে পারবে ডু প্লেসিরা? কখন, কোথায় দেখবেন গুজরাত বনাম আরসিবি ম্যাচ?
IPL 2022 GT vs RCB: পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। আগের ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে জয় পেয়েছে তারা। অন্য়দিকে শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছে আরসিবি।
মুম্বই: নতুন দল। কিন্তু টুর্নামেন্টে সবাইকে চমকে দিয়েছে তারা একের পর এক ম্যাচে। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে গুজরাত টাইটান্সের (Gujrat Titans) টানা ম্যাচ জিতেই চলেছে। এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচেই হারতে হয়েছে গুজরাতকে (Gujrat Titans)। আজ তাদের সামনে ফাফ ডু প্লেসির আরসিবি (Royal Cheallengers Bangalore)। বিরাট কোহলি সরে দাঁড়ানোর পর এবার নতুন অধিনায়ক ফাফ ডু প্লেসির নেতৃত্বে নতুনভাবে গড়ে উঠেছে আরসিবি। নতুন দল নিয়ে এবার অধরা ট্রফি জিততে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
গুজরাত টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
কখন শুরু
খেলা শুরু বিকেল ৩.৩০
কোথায় দেখা যাবে
ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে
পয়েন্ট টেবিলে কে, কোথায়?
এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে গুজরাত টাইটান্স। আর তার মধ্যে ১টি মাত্র ম্যাচ হেরেছে হার্দিক পাণ্ড্যর দল। বাকি ৭ ম্যাচেই দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে তারা। পয়েন্ট টেবিলেও শীর্ষেই রয়েছে তারা। অন্যদিকে আরসিবি এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলেছে। জিতেছে ৫ টি ম্যাচে। প্লে অফের দৌড়ে থাকতে হলে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরাটদের কাছে। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আরসিবি শিবির যেখানে বিরাট কোহলির ফর্মে ফেরার আশায়, সেখানে গুজরাত টাইটান্স তাদের শেষ ম্য়াচে শেষ ওভারে অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছে। রশিদ খান ও রাহুল তেওয়াটিয়ার ব্যাটে জয় এসেছে। লোয়ার অর্ডারও দারুণ পারফর্ম করছে ব্যাট হাতে। আরসিবি শিবির চাইবে টপ অর্ডারের ব্যাটে রান আসার সঙ্গে সঙ্গে বোলিং ডিপার্টমেন্টও যেন এই ম্যাচে সঠিকভাবে ক্লিক করে।