IPL 2025: নিজের পারফরম্য়ান্সে সন্তুষ্ট ছিলেন না, খেলার মাঝেই এই কাজটি করে শাস্তি পেলেন ইশান্ত
IShant Sharma: এখনও পর্যন্ত যদিও বল হাতে খুব একটা সাফল্য পাননি। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্য়াচ গুজরাত শিবির জিতে নিয়েছে। কিন্তু বল হাতে ইশান্তের পারফরম্য়ান্স ছিল নিষ্প্রভ।

হায়দরাবাদ: এখনও পর্যন্ত সেভাবে বল হাতে নজরকাড়া পারফরম্য়ান্স নেই তাঁর। কিন্তু এরমধ্যেই শাস্তি পেলেন ইশান্ত শর্মা। খেলার মাঝেই নিয়ম ভাঙায় শাস্তি পেতে হচ্ছে গুজরাত টাইটান্সের পেসারকে। ঠিক কী দোষ করেছিলেন অভিজ্ঞ ডানহাতি পেসার?
গুজরাত টাইটান্সের জার্সিতে এই মুহূর্তে খেলছেন ইশান্ত শর্মা। এখনও পর্যন্ত যদিও বল হাতে খুব একটা সাফল্য পাননি। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্য়াচ গুজরাত শিবির জিতে নিয়েছে। কিন্তু বল হাতে ইশান্তের পারফরম্য়ান্স ছিল নিষ্প্রভ। ৪ ওভারে ৫৩ রান খরচ করে কোনও উইকেট পাননি ইশান্ত। নিজের বোলিং নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না ইশান্ত। বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় জলের বোতলে লাথি মেরেছিলেন ইশান্ত। বোতল গিয়ে লাগে বিলবোর্ডে। এই কাণ্ডের জন্যই ইশান্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে। লেবেল ১ অপরাধ করেছেন তিনি। নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন ইশান্ত। ফলে তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
এর আগে মন্থর ওভার রেটের জন্য অধিনায়ক হিসেবে শাস্তি পেয়েছেন হার্দিক পাণ্ড্য ও ঋষভ পন্থ। আবার উইকেট পেয়ে বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করে শাস্তির মুখে পড়েছিলেন লখনউ সুপারজায়ান্টসের দিগ্বেশ রাঠি। উইকেট পাওয়ার পর নোটবুক সেলিব্রেশন করেছিলেন এই স্পিনার। যার খেসারত দিতে হয়েছিল তাঁকে। এবার নিয়ম বহির্ভূত কাজ করার জন্য ও মেজাজ হারিয়ে ভুল কাজ করার জন্য শাস্তি পেলেন ইশান্ত শর্মা।
এদিকে, সানরাইজার্সের ঘরের মাঠে তাঁদের হারিয়ে দিল গুজরাত টাইটান্স। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমন গিল। হায়দরাবাদের পিচ সাধারণ ব্যাটিং নির্ভরই হয়। এই পিচেই গত মরশুমে ২৮৭ রান করেছিল হায়দরাবাদ আরসিবির বিরুদ্ধে। এবারও রাজস্থানের বিরুদ্ধে উঠেছিল ২৮৬ রান। তবে এদিন গুজরাতের পেস অ্য়াটাকের সামনে কেমন যেন অস্বস্থিতে মনে হচ্ছিল হেড, অভিষেকদের। প্রথম ওভারেই উইকেট হারায় সানরাইজার্স। সিরাজের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান ট্রাভিস হেড। এরপরই রান তোলার গতি হঠাৎ করেই কমে যায় হায়দরাবাদের। অভিষেকও ১৮ রানের বেশি করতে পারেননি। সিরাজ দ্বিতীয় শিকার করে নেন। এরপর থেকে ধারাবাহিক উইকেট হারাতে থাকে হায়দরাবাদ। ঈশান কিষাণও এদিন ১৭রান করেই ফিরে যান। তাঁকে তুলে নেন প্রসিদ্ধ কৃষ্ণ। নীতীশ রেড্ডি ও হেনরিক ক্লাসেন মিলে এরপর ছোট্ট একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিলেন। তাঁদের পার্টনারশিপেই একশো রানের গণ্ডি পেরিয়ে যায় হায়দরাবাদ। শেষদিকে প্যাট কামিন্সে চালিয়ে খেলে ৯ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। ইশান্ত শর্মা ৪ ওভারে ৫২ রান দিলেও কোনও উইকেট পাননি। রান তাড়া করতে নেমে শুরুতে সাই সুদর্শন ও জস বাটলারের উইকেট হারালেও গিল ও ওয়াশিংটনের পার্টনারশিপে জয় নিশ্চিত করে গুজরাত। মহম্মদ সিরাজ গুজরাতের সেরা বোলার। একাই ৪ উইকেট নেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
