LSG vs RCB: লখনউ ম্যাচে বড় ব্যবধানে জিতে প্রথম কোয়ালিফায়ার খেলতে মরিয়া বিরাটরা
IPL 2025: প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামবে শ্রেয়স আইয়ারের দল। শুধু প্রতিপক্ষ কারা হবে, তা নির্ধারিত হয়ে যাবে আজ এই লখনউ বনাম আরসিবি ম্যাচের পর।

লখনউ: আইপিএলে আজ লিগের শেষ ম্যাচ। মুখোমুখি লখনউ ও আরসিবি (Lucknow Supergiants vs RCB) । গতকাল পাঞ্জাব কিংস মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের পর প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করে ফেলেছে। প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামবে শ্রেয়স আইয়ারের দল। শুধু প্রতিপক্ষ কারা হবে, তা নির্ধারিত হয়ে যাবে আজ এই লখনউ বনাম আরসিবি ম্যাচের পর। লখনউ এবারের আইপিএলে প্লে অফের দৌড় থেকে ইতিমধ্য়েই ছিটকে গিয়েছে। কিন্তু নিজেদের শেষ ম্য়াচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৩ রানে জয় ছিনিয়ে নিয়েছিল পন্থের দল। মিচেল মার্শ ঝোড়ো শতরান হাঁকিয়েছিলেন। আজকের ম্য়াচেও অজি তারকার ব্যাটে যদি শুরুতেই একটা ঝোড়ো ইনিংস আসে, তবে কিন্তু কপালে দুঃখ আছে আরসিবিরও।
১৩ ম্য়াচে ১৭ পয়েন্ট রয়েছে এই মুহূর্তে আরসিবির। তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে এখন। অন্য়দিকে গুজরাত টাইটান্স ১৪ ম্য়াচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে। পাঞ্জাবের ঝুলিতে ১৯ পয়েন্ট। তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। আজ যদি আরসিবি বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় লখনউয়ের বিরুদ্ধে তবে তাঁদের সামনে সুযোগ থাকছে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শেষ করারও। সেক্ষেত্রে পাঞ্জাবের সঙ্গে ১৯ পয়েন্ট সমান হলেও রান রেটে শ্রেয়সদের টেক্কা দিয়ে শীর্ষে উঠে আসতে পারে বেঙ্গালুরু দল।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিজেদের শেষ ম্য়াচে আরসিবি হেরে গিয়েছিল। সেই ম্যাচে দলের নেতৃত্বভার সামলেছিলেন জিতেশ শর্মা। আজকের ম্য়াচে অবশ্য রজত পাতিদার ফিরতে পারেন। তিনি পুরো ফিট হয়ে উঠেছেন। অ্য়াওয়ে ম্য়াচে আরসিবির চলতি মরশুমে যা রেকর্ড তা আত্মবিশ্বাস বাড়াবে বিরাটদের। এছাড়া এই ম্য়াচে ফিরতে চলেছেন জস হ্যাজেলউড। দেশে ফিরে গিয়েছিলেন। ফের চলে এসেছেন অজি তারকা। তাঁকে প্রস্তুতিতেও দেখা গিয়েছে।
View this post on Instagram
আইপিএলে এখনও পর্যন্ত দু দেশের পাঁচবারের সাক্ষাতে ৩ বার এগিয়ে রয়েছে আরসিবি। ২ বার জয় ছিনিয়ে নিয়েছে লখনউ। আজকের ম্য়াচেও সেক্ষেত্রে খাতায় কলমে আরসিবিই এগিয়ে থেকে মাঠে নামতে চলেছে।
আরও পড়ুন: শামির মতোই চিয়ারলিডারের সঙ্গে বিয়ে হয় কেকেআরের এই তারকার, কীভাবে হয়েছিল আলাপ?




















