KKR vs PBKS: নারাইনের বিরুদ্ধে দাপুটে ব্যাটিংয়ের নেপথ্যে চাহাল? কী ফাঁস করলেন প্রিয়াংশ-প্রভসিমরন?
IPL 2025: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্দান্ত নিয়েছিলেন শ্রেয়স আইয়ার। আর সেই সিদ্ধান্তের একেবারে সঠিক প্রয়োগ করেন ২ তরুণ ওপেনার। ওপেনিং জুটিতে ১২০ রান বোর্ডে যোগ করেন প্রিয়াংশ ও প্রভসিমরন।

কলকাতা: ইডেনে ঝড়-বৃষ্টি শুরু হওয়ার আগে তাঁরাই ঝড় তুলেছিলেন। ব্যাট হাতে ঝড় উঠেছিল। প্রভসিমরন সিংহ (Prabhsimran Singh) ও প্রিয়াংশ আর্যর (Priyansh Arya) ব্যাটে একের পর এক চার-ছক্কার ঝড়। কেকেআরের ২ রহস্য স্পিনার সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীকেও ছাড় দেননি তাঁরা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্দান্ত নিয়েছিলেন শ্রেয়স আইয়ার। আর সেই সিদ্ধান্তের একেবারে সঠিক প্রয়োগ করেন ২ তরুণ ওপেনার। ওপেনিং জুটিতে ১২০ রান বোর্ডে যোগ করেন প্রিয়াংশ ও প্রভসিমরন। প্রিয়াংশ ৩৫ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে আটটি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকান তিনি। অন্য়দিকে ডানহাতি প্রভসিমরন আরও ভয়ঙ্কর মেজাজে ব্যাটিং করেছিলেন। ৪৯ বলে ৮৩ রানের ইনিংস খেলেন তিনি। ছয়টি বাউন্ডারি ও ছয়টি ছক্কা হাঁকান প্রভসিমরন। ম্য়াচ জয় সম্ভব হয়নি পঞ্জাবের। কারণ বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল দুই দলের মাঝেই। তবে খেলার পর ২ তরুণ পঞ্জাব ওপেনারের মুখেই যুজবেন্দ্র চাহালের কথা। কিন্তু চাহাল কী করলেন?
প্রিয়াংশ বলছেন, ''ম্য়াচের আগেই যুজি ভাই আমার কাছে এসেছিল। পিচ সম্পর্কে আমি ঠিক বুঝতে পারি না। তাই যুজি ভাই আমাকে জানিয়েছিলেন যে পিচ কেমন ব্যবহার করতে পারে।'' এরপরই প্রভসিমরন যোগ করেন, ''খেলার আগে যুজি ভাই আমাকে জানিয়েছিলেন যে পিচে স্পিন আছে। ঘূর্ণি দেখা যাবে। তাই শুরুতে টিকে থেকে রান করতে বলেছিলেন। শুরুতে ৩০-৩৫ রান যোগ করতে বলেছিলেন তিনি। আমি শুরুতে একটু থিতু হওয়ার চেষ্টা করেছিলাম। এরপর ধীরে ধীরে নিজের চেনা খেলার মধ্যে ঢুকেছি।''
গতকাল রাতে কালবৈশাখীর দাপটে ভেস্তে গিয়েছে কেকেআর-পঞ্জাব ম্য়াচ। পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। নয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে কিন্তু বেশ খানিকটা চাপেই রয়েছে। আপাতত লিগ তালিকায় সাত নম্বরে রয়েছে কতকেআর। তবে বৈভব আশাবাদী যে এই এক পয়েন্ট গত বারের চ্যাম্পিয়নদের প্লে-অফের দৌড়ে মদতই করবে। ইতিবাচক বিষয়গুলিতেই নজর দিতে আগ্রহী বৈভব। 'দুর্ভাগ্যবশত ম্যাচটিতে কোনও ফলাফল বের হয়নি। তবে শূন্য পয়েন্ট পাওয়ার থেকে এক পয়েন্ট ভাল। কে বলতে পারে এই এক পয়েন্টের জন্যই হয়তো আমরা (প্লে-অফে) কোয়ালিফাই করে গেলাম। আমরা এটাকে ইতিবাচকভাবেই দেখব।' বলেন বৈভব।
আরও পড়ুন: ঘরের মাঠে আরসিবির শক্তিশালী ব্যাটিং লাইন আপকে থামানোর চ্যালেঞ্জ স্টার্ক, মুকেশদের




















