MI vs RCB: বিরাট, পাতিদারের অর্ধশতরান, দুশো পেরিয়ে পাহাড়প্রমাণ রান বোর্ডে তুলল আরসিবি
IPL 2025: আরসিবি অধিনায়ক রজত পাতিদার নিজে অর্ধশতরান হাঁকালেন। ক্যামিও ১৯ বলে ৪০ রানের ইনিংস খেললেন জিতেশ শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সর জার্সিতে ফিরলেন জসপ্রীত বুমরা।

মুম্বই: ওয়াংখেড়ের পিচে বিরাট ঝড়। বোল্ট, চাহার, বুমরাদের পিটিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে বোর্ডে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২১ রান তুলে ফেলল। বিরাট কোহলি ও আরসিবি অধিনায়ক রজত পাতিদার নিজে অর্ধশতরান হাঁকালেন। ক্যামিও ১৯ বলে ৪০ রানের ইনিংস খেললেন জিতেশ শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সর জার্সিতে ফিরলেন জসপ্রীত বুমরা। যদিও নিজের ৪ ওভারের স্পেলে কোনও উইকেট পাননি বুমরা।
এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য়। এদিন দলে ফিরেছিলেন জসপ্রীত বুমরা। আরসিবির ওয়াংখেড়ের রেকর্ড গত কয়েক বছরে একেবারেই দলের পক্ষে নয়। এদিন শুরুটা দেখেও তেমনই মনে হয়েছিল। ফিল সল্ট প্রথম বলেই বাউন্ডারি হাঁকালেও দ্বিতীয় বলেই বোল্টের বলে বোল্ড হয়ে যান। কিন্তু এরপর তৃতীয় উইকেটে বিরাট কোহলি ও দেবদত্ত পড়িক্কল মিলে দলের হাল ধরেন। ট্রেন্ট বোল্ট, দীপক চাহার দুই পেসারকেই চালিয়ে খেলা শুরু করেন বিরাট ও দেবদত্ত। বিশেষ করে দীপক চাহারের প্রতি বেশি নির্দয় ছিলেন ২ আরসিবি ব্যাটার। নিজের ২ ওভারের স্পেলে প্রথমে ২৯ রান খরচ করে দেন দীপক। যার জন্য তাঁকে আর বলই দেওয়ার সাহস পাননি হার্দিক। বিরাট ৪২ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। নিজের ইনিংসে আটটি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান তিনি।
বিরাট অর্ধশতরান হাঁকালেও অল্পের জন্য নিজের অর্ধশতরান মিস করেন ২২ বলে ৩৭ রানের ইনিংস খেলে আউট হন দেবদত্ত। দুটো বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান তিনি। এই দুজন ফেরার পরও আরসিবির রানের গতি কমেনি। তার কারণ রজত পাতিদার ও জিতেশ শর্মা। আরসিবি অধিনায়কও এদিন অর্ধশতরান পূরণ করেন। বোল্টের শিকার হয় যখন ফিরলেন তখন তাঁর নামের পাশে ৩২ বলে ৬৪ রানের ইনিংস। পাঁচটি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকিয়েছিলেন রজত। লিভিংস্টোন এদিন যদিও কোনও রান পাননি। লোয়ার অর্ডারে জিতেশ শর্মা ১৯ বলে ৪০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। নিজের ইনিংসে জিতেশ ২টো বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান।
মুম্বই বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট প্রথম স্পেলটি ভাল করলেও দ্বিতীয় স্পেলে প্রচুর রান খরচ করলেন। নিজের ৪ ওভারে ৫৭ রান খরচ করে ২ উইকেট নেন। হার্দিক পাণ্ড্য় ৪ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন। বুমরা নিজের ৪ ওভারে ২৯ রান দেন, যদিও উইকেট পাননি।




















