RCB vs CSK: ধোনি বাহিনীর বিরুদ্ধে আজ কখন কোথায় খেলতে নামবেন বিরাটরা? কীভাবে দেখবেন খেলা?
IPL 2025: রজত পাতিদারের নেতৃত্বে ১০ ম্য়াচে ১৪ পয়েন্ট ঝুলিতে পুরে তৃতীয় স্থানে রয়েছে। অন্য়দিকে, চেন্নাই সুপার কিংস চলতি টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে।

বেঙ্গালুরু: একটা জয় মানেই প্লে অফের টিকিট নিশ্চিত। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) অশ্বমেধের ঘোড়া যেভাবে ছুটে চলেছে চলতি মরশুমে, তাতে বিরাট প্রেমীরাও এবার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন যে শেষ পর্য়ন্ত হয়ত এই মরশুমেই আইপিএল ট্রফি জিততে পারেন বিরাট কোহলি। কিন্তু প্লে অফের দৌড়ে প্রবলভাবে থাকলেও টিকিট নিশ্চিত করতে হয়ত আরও কিছুটা সময় লাগবে আরসিবির। রজত পাতিদারের নেতৃত্বে ১০ ম্য়াচে ১৪ পয়েন্ট ঝুলিতে পুরে তৃতীয় স্থানে রয়েছে। অন্য়দিকে, চেন্নাই সুপার কিংস চলতি টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। তারা ৪ পয়েন্ট মাত্র ঝুলিতে পুরে এখন পয়েন্ট টেবিলের একেবারে শেষে রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কখন, কোথায় দেখবেন চেন্নাই বনাম আরসিবি ম্য়াচ -
আজ আইপিএলে কোন দুটো দল মুখোমুখি হবে?
আজ আইপিএলের ২২ গজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংসের দ্বৈরথ
কোথায় খেলা হবে আরসিবি বনাম সিএসকে দ্বৈরথ?
আরসিবির ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি খেলতে নামবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে
কখন শুরু হবে আরসিবি বনাম চেন্নাইয়ের লড়াই?
৩ মে, শনিবার খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাতটায়।
কোথায় দেখবেন আরসিবি বনাম চেন্নাইয়ের ম্যাচ?
আইপিএলে আরসিবি বনাম চেন্নাই সুপার কিংসের ম্য়াচটি দেখতে পাওয়া যাবে জিও স্টার নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে বিরাট ও ধোনির ডুয়েল।
View this post on Instagram
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে দু দলের মহারণে পাল্লা ভারী কিন্তু চেন্নাইয়েরই। বিরাটের দল যেখানে মাত্র ১২ বার জয় পেয়েছে। সেখানে ধোনির নেতৃত্বে সিএসকে ২১ বার জয় ছিনিয়ে নিয়েছে। কিন্তু এবারের ছবিটা একদম আলাদা। আরসিবি শেষ দুটো সাক্ষাতে জয় ছিনয়ে নিয়েছে। তার মধ্যে রয়েছে ১২ মাস আগে দুর্দান্ত একটা জয়।
আরও পড়ুন: বৃষ্টির সম্ভাবনা প্রবল, চিন্নাস্বামীতে ভেস্তে যেতে পারেন বিরাট-ধোনি ডুয়েল




















