CSK vs MI: আইপিএলের সবচেয়ে সফল দুটো দল, রোহিত-ধোনিদের মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে?
IPL 2025: ধোনির নেতৃত্বে সিএসকে ও রোহিতের নেতৃত্বে মুম্বই শিবির চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু বর্তমানে এই দুটো দলই আর ধোনি ও রোহিতের নেতৃত্বে খেলছে না।

চেন্নাই: আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুটো দলের মহারণ। দুটো দলই পাঁচবার করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। ধোনির নেতৃত্বে সিএসকে ও রোহিতের নেতৃত্বে মুম্বই শিবির চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু বর্তমানে এই দুটো দলই আর ধোনি ও রোহিতের নেতৃত্বে খেলছে না। এই পরিস্থিতিতে দুটো দলই নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামবে। রুতুরাজ গায়কোয়াড গত দুটো মরশুম ধরে সিএসকের নেতৃত্বভার সামলাচ্ছেন। অন্য়দিকে সূর্যকুমার যাদবের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামবে এই ম্য়াচে মুম্বই। যদিও গোটা মরশুমে হার্দিক পাণ্ড্যই নেতৃত্বভার সামলাবেন মুম্বইয়ের।
সিএসকের বিরুদ্ধে ম্যাচের রোহিতকে অনুশীলনে সাদা দস্তানা পরে ব্যাটিং করতে দেখা যায়। দস্তানার আঙুলের জায়গায় ছিল মুম্বই ইন্ডিয়ান্সের নীল, সোনালি রঙ। এই পর্যন্ত নতুনত্ব কিছুই নেই। কিন্তু সমর্থকদের নজর কাড়ে তাঁর দস্তানায় লেখা 'SAR'। শুরুতে অনেকেই এই 'SAR'-র অর্থ বুঝতে পারছিলেন না। তবে পরবর্তীতে বোঝা যায় এটা আদপে রোহিতের স্ত্রী, সন্তানদের আদ্যাক্ষর। সামাইরা, আহান ও রীতিকা, তিনজনের নামের আদ্যাক্ষর নিজের দস্তানায় লিখে রেখেছেন রোহিত।
৪৩-র ধোনিকে নিয়ে প্রতি বছরই এই কানাঘুষো শোনা যায়। প্রতি বছরই তাঁর শেষ মরশুম হতে চলেছে বলে রব উঠে। তবে এবার ধোনি যখন নিজেই এক বিশেষ টি-শার্ট পরে চেন্নাইয়ে পা দেন, তখন জল্পনাটা একটু বেশিই বাড়ে। ধোনির শার্টে মর্স কোডে লেখা ছিল, 'One Last Time'। এই বার্তার পরেই অনেকের ধারণা হয় যে এটাই তাঁর শেষ মরশুম হতে চলেছে বলে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন মাহি। তবে প্রথম ম্যাচের আগে ধোনির বার্তার পর কিন্তু তাঁর অবসর জল্পনা অন্তত এখনের জন্য একেবারে থেমে যাওয়ার কথা। মাহি জানিয়ে দেন যে না তিনি, না সিএসকে ফ্র্যাঞ্চাইজি একে অপরকে বিদায় জানাতে প্রস্তুত।




















