এক্সপ্লোর
আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে মঙ্গলবার টেলিকনফারেন্সে কথা বলবেন বোর্ড কর্তারা
করোনা আতঙ্কের জেরে মুম্বইয়ে বোর্ডের সদর দফতর বন্ধ। জমায়েত এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে কেন্দ্র ও সমস্ত রাজ্য সরকারের তরফে। তাই কোনও হোটেলেও বৈঠক করা নিয়ে সমস্যা রয়েছে।
![আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে মঙ্গলবার টেলিকনফারেন্সে কথা বলবেন বোর্ড কর্তারা IPL 2020: BCCI, franchises to discuss prospects of IPL 13 over conference call আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে মঙ্গলবার টেলিকনফারেন্সে কথা বলবেন বোর্ড কর্তারা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/04/04162657/IPL_Logojan31.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: করোনা আতঙ্কের জেরে পিছিয়ে দেওয়া হয়েছিল আইপিএল। ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল টুর্নামেন্ট। তবে করোনা সংকট চলাকালীন তা পিছিয়ে দেওয়া হয়। প্রাথমিকভাবে ঠিক হয় ১৫ এপ্রিল শুরু হবে টুর্নামেন্ট। তবে দেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় আইপিএলের ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন উঠে গিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে টুর্নামেন্ট নিয়ে কী অবস্থান নেওয়া হবে, তা ঠিক করতে মঙ্গলবার সমস্ত ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে টেলিকনফারেন্সে আলোচনা করবেন বোর্ড কর্তারা।
বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, ‘আইপিএল ২০২০ নিয়ে কী অবস্থান নেওয়া হবে, তা ঠিক করতে মঙ্গলবার বোর্ড কর্তারা আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে টেলিকনফারেন্স করবে।’
করোনা আতঙ্কের জেরে মুম্বইয়ে বোর্ডের সদর দফতর বন্ধ। জমায়েত এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে কেন্দ্র ও সমস্ত রাজ্য সরকারের তরফে। তাই কোনও হোটেলেও বৈঠক করা নিয়ে সমস্যা রয়েছে। সেই কারণেই টেলিকনফারেন্সে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড সূত্রে খবর।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)