IPL 2021: তারকা অলরাউন্ডারের চোট, পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেও স্বস্তি নেই দিল্লির
Delhi Capitals: সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনর্দখল করেছে দিল্লি ক্যাপিটালস। তবু স্বস্তিতে নেই ঋষভ পন্থ-শ্রেয়স আইয়ারদের শিবির।
দুবাই: সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনর্দখল করেছে দিল্লি ক্যাপিটালস। তবু স্বস্তিতে নেই ঋষভ পন্থ-শ্রেয়স আইয়ারদের শিবির। কারণ, চোট পেয়েছেন দলের তারকা অলরাউন্ডার।
বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বল করার সময় অস্বস্তি অনুভব করেন দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার মার্কাস স্তোইনিস। জানা গিয়েছে, তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। বৃহস্পতিবার তাঁর স্ক্যান হওয়ার কথা। রিপোর্ট হাতে এলে বোঝা যাবে যে, দিল্লির পরের ম্যাচে তিনি খেলতে পারবেন কি না।
বুধবার দুবাইয়ে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে নেমেছিলেন বাংলার ঋদ্ধিমান সাহা। এনরিকে নোখিয়ার বলে প্রথম উইকেট হারায় হায়দরাবাদ। ওয়ার্নার ফেরেন খাতা খোলার আগেই। ক্যাপ্টেন কেন ক্রিজে আসার পর হাত খুলে খেলার চেষ্টা করছিলেন ঋদ্ধিমান সাহা। কিন্তু ১৭ বলে ১৮ রান করেই প্যাভিলিয়নে ফেরেন ঋদ্ধি। তবে ২টো বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। কেন এদিন একটু মন্থর খেলে ২৬ বলে ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। রান পেলেন না মণীশ পাণ্ডে (১৭) ও কেদার যাদবও (৩)। ৭৪ রান বোর্ডে তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে সানরাইজার্স।
এরপর যদিও লোয়ার অর্ডারে আবদুল সামাদ ও রশিদ খান মিলে দলের হাল ধরেন। ২ জনেই চালিয়ে খেলার পন্থা বেছে নেন। ২টো বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ২১ বলে ২৮ রানের ইনিংস খেলেন সামাদ। যদিও রাবাদার শিকার হন তিনি। স্লোয়ার ডেলিভারিতে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। রশিদও ১৯ বলে ২২ রান করে দলকে টানছিলেন। তবে হঠাৎই রান আউট হয়ে যান। শেষ। পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ১৩৪ রান তুলতে সক্ষম হয় সানরাইজার্স। দিল্লি বোলারদের মধ্যে এদিন সর্বাধিক ৩ উইকেট নেন কাগিসো রাবাদা। এছাড়াও নোখিয়া ও আবেশ খান বল হাতে সফল।
মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। ১৭.৫ ওভারে জয়ের রান তুলে নেয়।
এদিকে বুধবার ম্যাচ শুরুর আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন। করোনা আক্রান্ত নটরাজনের সংস্পর্শে আসা ৬ প্লেয়ারকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিজয় শঙ্কর। এছাড়াও বাকিরা হলেন টিম ম্যানেজার বিজয় কুমার, ফিজিও শ্যাম সুন্দর, টিম ডাক্তার অঞ্জনা, লজিস্টিক ম্যানেজার তুষার খেড়কর ও নেট বোলার পি গণেশন। প্রত্যেকেই এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন।
বরাবরের কাঁটা মুম্বইয়ের বিরুদ্ধে আজ নামছে কেকেআর, কখন, কোথায় দেখবেন ম্যাচ?