KKR in IPL 2021: কুলদীপের চোট, দলের সঙ্গে নেই! হরভজনের কথায় ধোঁয়াশা
এক সময় যে স্পিনারকে বিস্ময় প্রতিভা বলে চিহ্নিত করা হতো, যাঁর চায়নাম্যান স্পিন ব্যাটারদের ভেল্কি দেখিয়ে ছাড়ত, তাঁকে নিয়েই এখন রহস্যের জাল বোনা চলছে।
আবু ধাবি: জাতীয় দলে বিখ্য়াত কুল-চা জুটি কার্যত হারিয়ে যেতে বসেছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলেই বা দেখা যাচ্ছে না কেন কুলদীপ যাদবকে?
চায়নাম্য়ান স্পিনারকে নিয়ে নতুন করে বিভ্রান্তি তৈরি হল হরভজন সিংহের কথায়। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হেলায় হারানোর পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের তরফে গৌতম গম্ভীর আড্ডা দিচ্ছিলেন হরভজন সিংহের সঙ্গে। ছিলেন ইরফান পাঠানও। ভাজ্জি জানাচ্ছিলেন যে, দলে এখন তাঁর এক নতুন ভূমিকা রয়েছে। প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না। তবে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে কেকেআর। হরভজন জানান যে, তিনি নতুন ক্রিকেটারদের পরামর্শ দিচ্ছেন।
প্রাক্তন কেকেআর অধিনায়ক গম্ভীর জানতে চান, কুলদীপের সঙ্গে নিশ্চয়ই সময় কাটাচ্ছেন ভাজ্জি। হরভজন বলেন, 'হ্যাঁ, ও যতদিন আমাদের সঙ্গে ছিল ততদিন ওকে পরামর্শ দিয়েছি।' যোগ করেন, 'ওর বোলিংয়ের কিছু সমস্যা আমার চোখে ধরা পড়েছে। বলের গতি কমে গিয়েছে। সেটা বাড়াতে হবে। নন বোলিং আর্ম নিয়েও কাজ করতে হবে। ও যোগ দিলে সেগুলো বলব। তবে কতটা নিতে পারবে বা নেবে সেটা ওর ব্যাপার।'
কিন্তু কুলদীপ কোথায়? টার্বুনেটর বলেন, 'ওর চোট লেগেছে। তাই দলের সঙ্গে নেই।'
এখানেই তৈরি হয়েছে বিভ্রান্তি। কুলদীপ কোনও ম্য়াচ খেলেননি। তাহলে চোট কোথায় পেলেন? অনেকে আবার প্রশ্ন করছেন যে, আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর ঠিক আগে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে মুখ খোলায় কি সমস্যায় পড়লেন কুলদীপ? ভারতীয় ক্রিকেটের হাঁড়ির খবর যাঁরা রাখেন, তাঁরা প্রায় সকলেই জানেন যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধর্মশালা টেস্টে তাঁকে খেলানো নিয়েই বিরাট কোহলি ও তৎকালীন জাতীয় দলের কোচ অনিল কুম্বলের সংঘাত তৈরি হয়েছিল। টেস্টে জাতীয় দলে পরে ব্রাত্য হয়ে পড়েন কুলদীপ। সীমিত ওভারের ক্রিকেটে দলে থাকলেও সব সময় প্রথম একাদশে জায়গা পাচ্ছেন না। ধূমকেতুর মতো উঠে এসেছেন রাহুল চাহারের মতো স্পিনার।
এক সময় যে স্পিনারকে বিস্ময় প্রতিভা বলে চিহ্নিত করা হতো, যাঁর চায়নাম্যান স্পিন ব্যাটারদের ভেল্কি দেখিয়ে ছাড়ত, তাঁকে নিয়েই এখন রহস্যের জাল বোনা চলছে।