IPL 2021, KKR vs DC: শারজায় আজ মগজাস্ত্র বনাম শক্তির লড়াই, কখন, কোথায় দেখবেন কলকাতা-দিল্লি ম্যাচ?
IPL 2021, Kolkata Knight Riders vs Delhi Capitals: ঋষভ পন্থের দল আজ কলকাতার বিরুদ্ধে খেলতে নামবে। অন্যদিকে রুদ্ধশ্বাস ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছিল নাইট রাইডার্স।
শারজাঃ আইপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। কিন্তু লিগ পর্যায়ে পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ে থাকায় ফাইনালে ওঠার আরও একটি সুযোগ পাবে ঋষভ পন্থের দল। আজ কলকাতার বিরুদ্ধে খেলতে নামবে তারা। অন্যদিকে রুদ্ধশ্বাস ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৪ উইকেটে হারিয়ে আইপিএল ফাইনালের দৌড়ে টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।
দিল্লি তাঁদের আগের ম্যাচে জয়ের সুযোগ তৈরি করেও হেরে গিয়েছে। ওপেনিংয়ে পৃথ্বী শ ফর্মে ফিরেছেন। মিডলো অর্ডারে অধিনায়ক ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার ও শিমরন হেটমায়ের ৩ জনই মূল ভরসা দলের ব্যাটিং লাইন আপে। আগের ম্যাচে শ্রেয়সের ব্যাটে রান আসেনি। তবে কলকাতার বিরুদ্ধে শ্রেয়স রানে ফিরলে চাপ বাড়বে মর্গ্যানদের। বোলিং ডিপার্টমেন্ট এই বছর দিল্লির অন্যতম সেরা। কারণ আবেশ খান, কাগিসো রাবাদা ও আনরিচ নোখিয়া ৩ পেসারই বিপক্ষের ব্যাটসম্যানদের চাপে রেখেছে। এছাড়া স্পিন ডিপার্টমেন্টে রয়েছেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন।
কলকাতা শিবির তাঁদের শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছেন। নাইট শিবিরে রাসেল বুধবার প্রথম একাদশে ফেরেন কিনা তা দেখার। শাকিব আগের ম্যাচেও খেলেছেন। দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। নাইট অধিনায়ক অইন মর্গ্যান বলেছিলেন যে শেষ মুহুর্ত পর্যন্ত রাসেলের ফিটনেস দেখা হবে। আজকের ম্যাচে রাসেলকে পাওয়া যায় কিনা তা দেখার। এমনিতে এই ম্যাচে দিল্লির শক্তিশালী ব্যাটিং লাইন আপের লড়াই কলকাতার ২ স্পিন মায়েস্ত্রো সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে। ২ জনের ৮ ওভার কীভাবে সামলাতে পারেন দিল্লির ব্যাটসম্যানরা সেদিকেি নজর থাকবে সবার। এছাড়া পাস বিভাগে লকি ফার্গুসনের গতি প্লাস পয়েন্ট নাইটদের কাছে।
আজকের ম্যাচ --
খেলার সময়
আজ সন্ধ্যা ৭টায় টস হবে। সন্ধ্যা ৭.৩০ থেকে শুরু খেলা। খেলাটি হবে শারজায়।
কখন, কোথায় দেখবেন ম্যাচ
কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যেকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে। এছাড়া অন লাইনে এই ম্যাচটি দেখা যাবে হটস্টারে।