Kuldeep Injury Update: বড় ধাক্কা কেকেআর শিবিরে, দেশে ফিরে এলেন তারকা ক্রিকেটার
IPL 2021: বোর্ডের এক সূত্র মারফত জানা গিয়েছে, কুলদীপের মাঠে ফিরতে ফিরতেই আগামী রঞ্জি ট্রফি শেষ হয়ে যাবে।
আবু ধাবি: খবরটা প্রথম ফাঁস করেছিলেন হরভজন সিংহ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর কিংবদন্তি অফস্পিনার জানিয়েছিলেন যে, চোট রয়েছে কুলদীপ যাদবের।
অবশেষে জানা গেল যে, চায়নাম্যান স্পিনারের চোট বেশ গুরুতর এবং তাঁকে দেশে ফিরে আসতে হয়েছে। অনুশীলনের সময় হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন কুলদীপ। ফিল্ডিং করতে গিয়ে তাঁর হাঁটু নাকি ঘুরে গিয়েছে। আর সেই চোটই তাঁর ক্রিকেট কেরিয়ারে তীব্র সমস্যা তৈরি করেছে। চোট নিঃসন্দেহে গুরুতর। যে কারণে আইপিএলের মাঝপথে সংযুক্ত আরব আমিরশাহি থেকে দেশে ফিরে এসেছেন কলকাতা নাইট রাইডার্সের বিস্ময় স্পিনার কুলদীপ যাদব।
এমনকী, শুধু আইপিএলেই নয়, জানা গিয়েছে, আসন্ন ঘরোয়া মরসুমের জন্যও কুলদীপ অনিশ্চিত হয়ে পড়েছেন বলে খবর। হয়তো এই মরসুমের বেশিরভাগ সময়টাই তাঁকে দলের বাইরে থাকতে হবে। কেউ কেউ বলছেন, মুম্বইতে নাকি কুলদীপের চোট পাওয়া হাঁচুটে অস্ত্রোপচারও হয়েছে। মাঠে ফিরতে তাঁর আরও চার থেকে ছয় মাস সময় লেগে যাবে। যে কারণে ঘরোয়া মরসুমে তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন।
বোর্ডের এক সূত্র মারফত জানা গিয়েছে, কুলদীপের মাঠে ফিরতে ফিরতেই আগামী রঞ্জি ট্রফি শেষ হয়ে যাবে। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সিনিয়র আধিকারিক বলেছেন, ‘হাঁটুর চোট বেশ ভোগায়। যে কারও ক্ষেত্রেই এটা সমস্যার। আর সেরে উঠতেও অনেকটা সময় লেগে যায়। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ওকে টানা ফিজিওথেরাপি করতে হবে এখন। রিহ্যাবিলিটেশন চলবে। তারপর ধীরে ধীরে অনুশীলন শুরু করবে।’
ওই বোর্ড কর্তা আরও বলেছেন, ‘কুলদীপ প্র্যাক্টিস করতে গিয়েই হাঁটুতে চান পায়। যা বেশ গুরুতর। ফিল্ডিং করার সময়ে কুলদীপের হাঁটু ঘুরে গিয়েছিল। আইপিএলে ওর পক্ষে আর খেলা সম্ভব নয়। তাই ওকে ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।’
আইপিএলের গভর্নিং বডি বা কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ অবশ্য় কুলদীপকে নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি। ফর্মের জন্য তাঁকে প্রথম একাদশে খেলাচ্ছিল না কেকেআর। দল প্লে অফে উঠলেও এই মরসুমের আইপিএলে সম্ভবত আর দেখা যাবে না চায়নাম্য়ান স্পিনারকে।