IPL 2021: ধোনির দলকে হারিয়ে ধোনির থেকেই উপহার!
যশস্বী ২১ বলে ৫০ রানের ইনিংস খেলে আউট হন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৩টি বিশাল ছক্কা হাঁকান যশস্বী।
শারজা: যাঁর দলকে হারালেন, ম্যাচের শেষে উপহার নিতে হাজির হয়ে গেলেন তাঁর কাছেই!
শনিবার দুরন্ত হাফসেঞ্চুরি করে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন যশস্বী জয়সবাল। যিনি মহেন্দ্র সিংহ ধোনির ভক্ত। তাই ম্যাচ শেষ হতেই যশস্বী হাজির হয়ে গিয়েছিলেন প্রতিপক্ষ অধিনায়কের কাছে।
শনিবার রাতে সংযুক্ত আরব আমিরশাহিতে বিধ্বংসী ইনিংস খেলেন রাজস্থান রয়্যালসের বাঁহাতি ওপেনার যশস্বী জয়সবাল। তাঁর ইনিংসে ভর করেই চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেয় রাজস্থান। তারপরেই ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কাছ থেকে একটি বিশেষ উপহার পান তরুণ তারকা। নিজের ব্যাটে ধোনির স্বাক্ষর পেয়ে উচ্ছ্বসিত যশস্বী।
প্রথমে ব্যাট করতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়রকোয়াড়ের অপরাজিত ১০১ রানে ভর করে স্কোরবোর্ডে ১৮৯ রান তোলে চেন্নাই। ১৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শিবম দুবে এবং যশস্বী জয়সবালের ব্যাটে ভর করে দুরন্ত জয় তুলে নেয় রাজস্থান। শিবম ৪২ বলে ৬৪ রান করেন। যশস্বী ২১ বলে ৫০ করেন।
ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে প্লে অফের দৌড়ে উঠে আসার পরে যশস্বী বলেন, ‘উইকেট দেখে আমি ভেবেছিলাম ১৯০ রান আমরা করতে পারব। পিচ বেশ ভাল ছিল। প্রথম দিকে আলগা বলের অপেক্ষা করেছি। ১৯০ রান তাড়া করতে গেলে আমাদের ভাল শুরু করাটা খুব জরুরি ছিল। ম্যাচের শেষে আমার ব্যাটে ধোনি স্যারের স্বাক্ষর নিয়েছি। আমি ভীষন খুশি।’
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুরন্ত জয় রাজস্থান রয়্যালসের। ম্যাচের প্রথম ইনিংসে ঝড় তুলেছিলেন রুতুরাজ। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তাঁকে টেক্কা দিয়ে ঝড় তুললেন যশস্বী জয়সবাল ও শিভম দুবে। ২ জনের ঝোড়ো অর্ধশতরানের ওপর নির্ভর করে সিএসকেকে ৭ উইকেটে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। প্লে অফের দৌড়েও টিকে রইল সঞ্জু স্যামসনের দল।
১৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ঠিক যেভাবে শুরুটা দরকার ছিল, তেমনই করলেন রাজস্থান রয়্যালসের ২ ওপেনার যশস্বী জয়সবাল ও এভিন লুইস। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলা জয়সবাল ছিলেন বিধ্বংসী মেজাজে। মাত্র ১৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। রাজস্থান শিবিরে প্রথম আঘাত হানেন হ্যাজেলউড। তবে প্যাভিলিয়ন ফেরার আগে ২টো বাউন্ডারি ও ২টো ওভার বাউন্ডারির সাহায্যে ১২ বলে ২৭ রানের ইনিংস খেলেন লুইস। কিন্তু ততক্ষণে পাওয়ার প্লে তে ৮১ রান বোর্ডে তুলে ফেলেছিল রাজস্থান শিবির।
যশস্বী ২১ বলে ৫০ রানের ইনিংস খেলে আউট হন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৩টি বিশাল ছক্কা হাঁকান যশস্বী।