(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2022: প্লে অফের দৌড়ে টিকে থাকার লড়াই, আজ কখন, কোথায় দেখবেন দিল্লি বনাম কেকেআর ম্যাচ?
IPL 2022 DC vs KKR: পয়েন্ট টেবিলে এই মুহূর্তে শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। তাঁরা গতকালের ম্যাচ সানরাইজার্সকে হারিয়ে দিয়েছে। অন্য়দিকে মুম্বই ইন্ডিয়ান্স এবারের টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে গিয়েছে।
মুম্বই: শুরুটা দারুণ হয়েছিল কিন্তু এরপর থেকেই ক্রমেই ব্যর্থতাই সঙ্গী ২ দলেরই। কলকাতা নাইট রাইডার্স (Kolkata KNight Riders) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ২ শিবিরই পয়েন্ট টেবিলে এই মুহূর্তে একেবারের শেষের দিকে রয়েছে। এখনও পর্যন্ত ঝুলিতে রয়েছে মাত্র ৩টি জয়। তবে কলকাতা পয়েন্ট টেবিলে এক ধাপ পিছিয়ে রয়েছে কারণ তাঁরা একটি ম্যাচ বেশি খেলেছে। এই পরিস্থিতিতে প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে ২ দলকেই এই ম্য়াচ জিততেই হবে। নইলে যে দলই হেরে যাবে তাঁরাই পিছিয়ে যাবে কিছুটা দৌড়ে থেকে।
কলকাতা নাইট রাইডার্স
কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় সমস্যা টিম কম্বিনেশন। প্রত্যেক ম্যাচেই একাদশ ভেঙে নতুন নতুন দল তৈরি হচ্ছে। ওপেনিংয়ে ফিঞ্চ-আইয়ার, নারাইন-আইয়ার, নারাইন-ফিঞ্চ কোনও জুটিই ক্লিক করতে পারেনি। মিডল অর্ডারে একমাত্র ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার। বাকি কেউই রান পাচ্ছে না। আন্দ্রে রাসেল ঝড় গত কয়েকটি ম্যাচে সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে রাসেলের ব্যাট চলুক, চাইবেন কেকেআর সমর্থকরাও।
দিল্লি ক্যাপিটালস
দিল্লি শিবিরে করোনা আক্রান্ত হয়েছিলেন টিম সেইফার্ট ও মিচেল মার্শ। কিন্তু তাঁরা এই মুহূর্তে পুরো সুস্থ হয়ে উঠেছেন। অনুশীলনেও যোগ দিয়েছেন। ওয়ার্নার ও পৃথ্বী শ দু'জনে মিলে ওপেনিংয়ে দারুণ পার্টনারশিপ গড়ে দলকে ভরসা জোগাচ্ছেন প্রায় প্রতি ম্য়াচেই। দিল্লির বোলিং ডিপার্টমেন্টে খলিল, কুলদীপ, শার্দুল ঠাকুর ও মুস্তাফিজুর রহমন রয়েছেন।
কলকাতা নাইট রাইডার্স বনাম
কখন শুরু
খেলা শুরু সন্ধে ৭.৩০
কোথায় দেখা যাবে
ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে
পয়েন্ট টেবিলে কে, কোথায়?
এখনও পর্যন্ত ৭টি করে ম্যাচ খেলেছে ২ দলই। তবে সাত ম্যাচের মধ্যে ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে ৮ ম্য়াচের মধ্যে ৩টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।