GT vs LSG, Match Highlights: রশিদের ঘূর্ণিঝড়ে লখনউ বধ, প্রথম দল হিসেবে প্লে অফে গুজরাত
IPL 2022, GT vs LSG: লখনউয়ের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিলেন আফগান স্পিনার। দলকেও তুলে দিলেন প্লে অফে। প্রথমবার আইপিএলের মঞ্চে খেলতে নেমেই প্লে অফে জায়গা করে নিল গুজরাত টাইটান্স।
পুণে: এবারের আইপিএলের প্রথম দল হিসেবে প্লে অফে জায়গা করে নিল গুজরাত টাইটান্স (Gujrat Titans)। লখনউ সুপারজায়ান্টসকে ৬২ রানে হারিয়ে দিল তারা। ব্যাট হাতে প্রথমে শুভমন গিলের অর্ধশতরান তো পরে বল হাতে রশিদ খানের ঘূর্ণিঝড়। একাই ৪ উইকেট নিয়ে লখনউয়ের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিলেন আফগান স্পিনার। দলকেও তুলে দিলেন প্লে অফে। প্রথমবার আইপিএলের মঞ্চে খেলতে নেমেই প্লে অফে জায়গা করে নিল গুজরাত টাইটান্স।
মাত্র ৮২ রানে অল আউট দিল্লি লখনউ
মাত্র ১৪৫ রানের লক্ষ্যমাত্রা। মনে হচ্ছিল খুব সহজেই এই রান তাড়া করে ম্যাচ জিতে নেমে লখনউ। কিন্তু দ্বিতীয় ইনিংসেও বোলারদের দাপট বজায় থাকল মহরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচে। দ্রুত ফিরে গেলেন ফর্মে থাকা ২ ওপেনার কুইন্টন ডি কক ও লখনউ অধিনায়ক কে এল রাহুল। প্রোটিয়া তারকা ১১ রান করেন। রাহুল ৮ রান করে আউট হন। এদিন ফার্গুসনের বদলে সুযোগ পেয়েছিলেন বাঁহাতি ইয়াস দয়াল। তিনি ২ উইকেট তুলে নেন। প্রথম স্পেলে রাহুলকে ফিরিয়ে দেন শামি। এরপর হুডা একটা চেষ্টা করেছিলেন মরিয়া। কিন্তু উল্টোদিকে যোগ্য সহায়তা তিনি পাননি। ২৬ বলে ২৭ রান করে হুডা। বাকি মিডল অর্ডারে কেউই দু-অঙ্কের ঘরে রান তুলতে পারেননি। জেসন হোল্ডার, ক্রুণাল পাণ্ড্য, আয়ুশ বাদোনি, মার্কাস স্টোইনিস প্রত্যেকেই আজ ফ্লপ। আর তার মূলে রশিদ খান। যেন এলেন দেখলেন আর জয় করলেন। নিজের ৩.৫ ওভারের স্পেলে ২৪ রান দিয়ে তুলে নিলেন ৪ উইকেট। নবাগত সাই কিশোর ২ ওভারে ৭ রান দিয়ে ২ উইকেট তুলে নিলেন। শেষ পর্যন্ত ১৩.৫ ওভারে ৮২ রানে শেষ হয়ে যায় লখনউয়ের ইনিংস।
গিলের অপরাজিত ৬৩, লখনউয়ের ১৪৪
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ঋদ্ধি, গিল জুটি এদিনও নেমেছিলেন ওপেনিংয়ে। কিন্তু আগের ম্যাচগুলোর মতো এদিন দিনটা ভাল ছিল না পাপালির। মাত্র ৫ রান করে মহসিনের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান। বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি ম্যাথু ওয়েড ও হার্দিক পাণ্ড্যও। প্রথম জন ১০ ও গুজরাত অধিনায়ক ১১ রান করে ফিরে যান। তবে এরপর ডেভিড মিলারের সঙ্গে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন শুভমন গিল। শেষ পর্যন্ত শেষ পর্যন্ত টিকেও ছিলেন। আইপিএলে নিজের ১৪ তম অর্ধশতরান হাঁকালেন গিল। শেষ পর্যন্ত ৪৯ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন পাঞ্জাবের এই তরুণ ব্যাটার। মিলার ২৬ রান করে ফিরে যান হোল্ডারের শিকার হয়ে। শেষ দিকে ১৬ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে অপরাজিত থাকেন রাহুল তেওয়াটিয়া।