IPL 2022: ''চেন্নাইয়ের থেকে জয় চুরি করলেন মিলার'', জাফরের মজার ট্যুইট ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
IPL 2022: ফর্মে থাকা গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য ছিলেন না একাদশে। নেতৃত্ব সামলেছিলেন রশিদ খান। যাঁর সঙ্গে জুটি বেঁধে গুজরাত টাইটান্সকে জয় এনে দিলেন ডেভিড মিলার (David Miller)।
![IPL 2022: ''চেন্নাইয়ের থেকে জয় চুরি করলেন মিলার'', জাফরের মজার ট্যুইট ভাইরাল সোশ্য়াল মিডিয়ায় IPL 2022:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/18/01a2a3bf7d831f566efc5a177bf8c92a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বরাবরই মাঠের বাইরে বেশ মজাদার মানুষ তিনি। ট্যুইটারে বিভিন্ন মজাদার ট্যুইট করে শোরগোল ফেলে দিয়েছেন এর আগও। সেই মতো এবার গুজরাত টাইটান্স (Gujrat Titans) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচের ফল দেখেও ট্যুইট করেছিলেন। গুজরাত ম্যাচের নায়ক ডেভিড মিলারকে নিয়ে এবার ট্যুইট করেছিলেন প্রাক্তন এই ডানহাতি ওপেনার। ট্যুইটে একটি ভিডিও ক্লিপিংস পোস্ট করেছেন, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ক্যাপশনেও জাফর লিখেছেন, ''যেভাবে চেন্নাইয়ের থেকে জয় চুরি করে নিলেন মিলার।''
জাফর কী পোস্ট করেছেন?
This is exactly how Miller stole the win from CSK! #GTvCSK #IPL2022 pic.twitter.com/ASJHhBOytz
— Wasim Jaffer (@WasimJaffer14) April 17, 2022
উল্লেখ্য, চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে এক বল বাকি থাকতেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় গুজরাত টাইটান্স। শেষ তিন ওভারে ম্যাচ জিততে দরকার ৪৮ রান। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৭০ রান তাড়া করতে নেমে ১৭ ওভারের শেষে গুজরাত টাইটান্স (CSK vs GT) তখন ১২২/৫। ক্রিজে জমে যাওয়া ডেভিড মিলার ও সদ্য ব্যাট করতে নামা রশিদ খান। অতি বড় গুজরাত সমর্থকও হয়তো ভাবতে পারেননি যে, এই ম্যাচ এরকম দাপট দেখিয়ে জিতবে প্রিয় দল।
অবিশ্বাস্য ব্যাটিং ঝড়
যেটা কার্যত অসম্ভব বলে মনে হয়েছিল, সেটাই সম্ভবপর করে দেখালেন রশিদ ও মিলার। মাত্র ১৭ বলেই ৪৮ রান তুলে ফেললেন দুজনে। শুরুটা করেছিলেন রশিদ। ক্রিস জর্ডানের এক ওভারে তিনটি ছক্কা ও একটি চার মেরে ২৫ রান তুলেছিলেন। সেই সঙ্গে শিবিরে বিশ্বাস তৈরি করে দিয়েছিলেন যে, এই ম্যাচ জেতা সম্ভব। ২১ বলে ৪০ রান করে তিনি ফিরলেও কার্যসিদ্ধি করেন মিলার। যিনি ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত ছিলেন। ১৯.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় গুজরাত। ৬ ম্যাচের মধ্যে পাঁচটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)