KL Rahul in IPL: ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন, কোহলির রেকর্ড ভেঙে দেবেন রাহুল?
IPL Most Century: আইপিএলে সবচেয়ে বেশি সংখ্যক, ছ'টি সেঞ্চুরি রয়েছে ক্রিস গেলের। দু'নম্বরে কোহলি। ৪টি করে সেঞ্চুরি রাহুল, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন ও জস বাটলারের। তিনটি সেঞ্চুরি রয়েছে সঞ্জু স্যামসনের
মুম্বই: বিরাট কোহলি (Virat Kohli) ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। আর সেই সুযোগে এক আইপিএলে (IPL) জোড়া সেঞ্চুরি করে ফেললেন কে এল রাহুল (KL Rahul)। দুটোই মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে। সব মিলিয়ে আইপিএলে চারটি সেঞ্চুরি হয়ে গেল রাহুলের। কোহলির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন তিনি। কোহলির আইপিএলে পাঁচটি সেঞ্চুরি রয়েছে। যার মধ্যে ২০১৬ সালেই শুধু চারটি সেঞ্চুরি ছিল। আর একটি সেঞ্চুরি করলেই কোহলিকে ধরে ফেলবেন রাহুল। বিরাট-রেকর্ড ভাঙার দৌড়ে এখন সকলের আগে তিনি।
তবে আইপিএলে সবচেয়ে বেশি সংখ্যক, ছ'টি সেঞ্চুরি রয়েছে ক্রিস গেলের। দু'নম্বরে কোহলি। ৪টি করে সেঞ্চুরি রাহুল, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন ও জস বাটলারের। তিনটি সেঞ্চুরি রয়েছে সঞ্জু স্যামসনের।
নতুন দলে
আইপিএলে (IPL) তিনি এবার নতুন দলে। আর সেখানে শুধু ক্রিকেটার হিসাবে নয়। কে এল রাহুলের (KL Rahul) কাঁধে গুরুদায়িত্ব। লখনউ সুপার জায়ান্টস (LSG) অধিনায়ক করেছে তাঁকে। সেই দায়িত্ব যেন উপভোগ করছেন রাহুল। যার নমুনা রবিবার দেখল ওয়াংখেড়ে। মুম্বইয়ের বিরুদ্ধে ঝকঝকে সেঞ্চুরি করলেন রাহুল। তাঁর দাপটে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস তুলল ১৬৮/৬। পনেরোতম আইপিএলে প্রথম ম্যাচ জিততে গেলে ১৬৯ রান করতে হবে রোহিত শর্মাদের।
সব মাঠেই সমান দাপট
ব্যবধান মাত্র ৮ দিনের। ১৬ এপ্রিল। ব্রেবোর্নে এই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই সেঞ্চুরি করেছিলেন কে এল রাহুল। ১০৩ রান করে অপরাজিত ছিলেন। হেলায় ম্যাচ জিতেছিল লখনউ। দুই দলের ফিরতি ম্যাচেও ব্যাট হাতে রাহুলের দাপট অব্য়াহত। রাইলি মেরিডিথকে বিশাল ছক্কা মেরে মাত্র ৬১ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন রাহুল। শেষ পর্যন্ত ৬২ বলে ১০৩ রান করে অপরাজিত রইলেন তিনি। চলতি আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি হয়ে গেল রাহুলের। দুটোই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এবং দুবারই নট আউট থেকে। তবে রাহুল ছাড়া বাকি আর কেউই রান পাননি। লখনউয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান মণীশ পাণ্ডের। ২২ বলে ২২ রান করেন তিনি।
চেনা ছক
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো। এবারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে। তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে। এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে। রোহিতও যে নিয়মের ব্যতিক্রম হতে দেননি।
মুম্বইয়ের বোলারদের মধ্যে ৮ রানে ২ উইকেট নেন কায়রন পোলার্ড। ২ উইকেট নিয়েছেন রাইলি মেরিডিথও। একটি করে উইকেট ড্যানিয়েল স্যামস ও যশপ্রীত বুমরার।